কেন্দ্রের দল পাঠানো নিয়ে প্রশ্ন তুললেন মমতা

A G Bengali

কেন্দ্রের দল পাঠানো নিয়ে প্রশ্ন তুললেন মমতা। করোনা-পরিস্থিতিতে সারা দেশের বিভিন্ন জেলার অবস্থা দেখতে কেন্দ্রীয় দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী ওই দল পাঠানো হবে বলে জানানো হয়েছে। অন্য কয়েকটি রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় দল পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতেও যাবে বলে নবান্নকে চিঠি পাঠানো হয়। কিন্তু, কিসের ভিত্তিতে ওই দল পাঠানো হচ্ছে তা নিয়ে সোমবার প্রশ্ন তোলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গত কারণ না দেখালে এ বিষয়ে এগনো সম্ভব নয় বলেও টুইট করেছেন তিনি।

অন্যদিকে, ২১ দিন লকডাউনের পর ফের দু’সপ্তাহের জন্য লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউন বেড়ে হয়েছে ৩ মে পর্যন্ত। তবে এই ঘোষণার পরই করোনা মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। দেশ জুড়ে ১৭০টি করোনা হটস্পট বেছে নিয়েছে কেন্দ্র। যার মধ্যে এ রাজ্যে রয়েছে ৪টি জেলা। আবার নন হটস্পট ২০৭টি জেলাও চিহ্নিত করেছে কেন্দ্র। যার মধ্যে এ রাজ্যে রয়েছে ৮টি জেলা। কলকাতা ছাড়াও রাজ্যের হাওড়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনাকেও ‘হটস্পট’ হিসাবে চিহ্নিত করেছে কেন্দ্র। আর নন হটস্পট জেলাগুলির মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, হুগলি, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা। এছাড়া দেশের ৬টি মেট্রো শহরকে করোনা হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। কলকাতা ছাড়াও ‘হটস্পট’ হিসাবে ঘোষণা করা হয়েছে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু হায়দরাবাদ, চেন্নাই, জয়পুর ও আগ্রাকে।

Find Out More:

Related Articles: