লাইভ স্ট্রিমিং সামগ্রী পাঠিয়ে রমজানের শুভেচ্ছা মিমির
করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। তবে অভিনেত্রীর পাশাপাশি সাংসদও। তাই লকাডাউনে সাংসদ এলাকার মানুষের জন্য তাঁর নতুন উদ্যোগ। তিনি মিমি চক্রবর্তী। লকডাউনের সময় এক জোট হয়ে ইফতার আর সম্ভব নয়। এই পরিস্থিতিতে আবার নতুন ভাবে উদ্যোগী হলেন অভিনেতা, সাংসদ মিমি চক্রবর্তী। রাজপুর আর সোনারপুর এলাকার যে সব মানুষের সঙ্গে গত বছরও একসঙ্গে বসে ইফতার করেছিলেন তাঁদের কাছে পৌঁছে গেলেন মিমি। এই প্রথম কোনও সাংসদ লাইভ স্ট্রিমিং-এ তাঁর কাছের মানুষদের সঙ্গে কথা বললেন।
View this post on InstagramSALUTE ALL THE REAL LIFE SUPERHEROS (doctors, nurses,cleaning nd helping staffs, municipal workers, Police 👮🏻♀️) STAY HOME 🏠 STAY SAFE 🙏 A post shared by Mimi (@mimichakraborty) on