লকডাউন বাড়বে, জাতির উদ্দেশে ভাষণে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

A G Bengali

লকডাউন বাড়বে, জাতির উদ্দেশে ভাষণে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তা ১৮ মে-র মধ্যে জানানো হবে বলে জানান প্রধানমন্ত্রী। এমনকী 20 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, '১৮ মে'র আগে লকডাউন4 সম্পর্কে জানানো হবে। করোনার সঙ্গে লড়ব, এবং এগিয়েও চলব।' বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা করে তিনি বলেন, 'এই আর্থিক প্যাকেজ আত্মনির্ভর ভারতকে এগিয়ে দেবে। সমস্ত প্যাকেজ জুড়লে ২০ লক্ষ কোটি টাকার মতো হবে। যা দেশের জিডিপির প্রায় ১০ শতাংশ। ২০২০ সালে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ আত্মনির্ভর ভারত অভিযানকে নতুন গতি দেবে।' 

 

অন্যদিকে, বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। আর আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজ্যকে জানিয়েছেন দেশের মধ্যে সবচেয়ে করোনা মৃত্যুর হার বাংলাতেই বেশি। ১৩.২ শতাংশ। বাংলায় আরও কিছুটা বাড়ল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার ১১০ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। মৃত্যুর সংখ্যা ১২৬। অন্যদিকে, সোমবার ভিডিয়ো কনফারেন্সে সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিড মোকাবিলার রণনীতি নির্ধারণের সেই বৈঠকে মোদীকে মমতার পরামর্শ— এটা পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়ার সময়, পরস্পরের দিকে আঙুল তোলার সময় নয়। সংক্রমণ মোকাবিলায় প্রত্যাশিত ফল মেলেনি বলে দায় রাজ্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, ইঙ্গিতে এই অভিযোগও এ দিন তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। PM 

Find Out More:

Related Articles: