ফের লকডাউনের দিন পরিবর্তন রাজ্যে, এক নজরে জেনে নিন লকডাউনের দিন
৫ অগষ্ট (বুধবার)
৮ অগষ্ট (শনিবার)
২০ অগষ্ট (বৃহস্পতিবার)
২১ অগষ্ট (শুক্রবার)
২৭ অগষ্ট (বৃহস্পতিবার)
২৮ অগষ্ট (বুধবার)
৩১ অগষ্ট (সোমবার)
সাধারণ মানুষের ভাবাবেগ এবং অনুরোধ মেনেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। নবান্নের তরফে এ দিন বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘‘আগে লকডাউনের যে দিন ক্ষণ ঘোষণা করা হয়েছিল, তাতে বেশ কিছু উৎসব এবং স্থানীয় সম্প্রদায়ের আচার-অনুষ্ঠান পড়ছিল। তাই লকডাউনের দিন বদল করা নিয়ে অনুরোধ জানাচ্ছিলেন অনেকে। সেগুলি পর্যালোচনা করে আগের নির্দেশে রদবদল ঘটানো হল।’’ জুলাই মাসে দেশ জুড়ে আনলক পর্ব শুরু হলেও, ক্রমবর্ধমান করোনা সংক্রমণের কথা মাথায় রেখে, অগস্ট মাস জুড়ে ন’দিন সম্পূর্ণ লকডাউন করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেকথা ঘোষণা করেন। কিন্তু পরে তা কমে দাঁড়ায় সাতদিন। বিভিন্ন সম্প্রদায়ের উৎসবের কথা মাথায় রেখে লকডাউনের সূচিও বদল করা হয়।