বুধবার থেকে চলবে লোকাল ট্রেন, জানুন বিস্তারিত
শিয়ালদহ ডিভিশনের ৪১৩টি ট্রেনের মধ্যে ২৭০টি চলবে শিয়ালদহ মেন বা উত্তর শাখায়। শিয়ালদহ দক্ষিণ শাখায় চলবে বাকি ১৪৩টি ট্রেন। তার মধ্যে শিয়ালদহ ও কৃষ্ণনগরের মধ্যে ২২টি ট্রেন চলবে। নৈহাটি শাখায় চলবে ২৪টি ট্রেন, শিয়ালদহ-রানাঘাট-লালগোলা শাখায় ১০টি। হাসনাবাদ শাখায় চলবে ২৬টি ট্রেন। শিয়ালদহ থেকে বারাসত-দত্তপুকুর শাখায় আটটি ট্রেন থাকছে। শিয়ালদহ ও শান্তিপুরের মধ্যে চলবে ১৪টি ট্রেন। কল্যাণী সীমান্ত শাখায় ১৪টি, ব্যারাকপুর শাখায় ১৮টি, শিয়ালদহ-ডানকুনি-বারুইপাড়া রুটে ৩২টি, শিয়ালদহ-রানাঘাট-গেদে রুটে ২৪টি, শিয়ালদহ-রানাঘাট শাখায় ১৩টি, রানাঘাট-বনগাঁ শাখায় ১৭টি, শিয়ালদহ-বনগাঁ শাখায় ৩৯টি, বনগাঁ-নৈহাটি-দমদম জংশন সাতটি এবং মাঝেরহাট-শিয়ালদহ-বি-বা-দী বাগ শাখায় দু’টি ট্রেন চলবে।