হোমগার্ডে বদলি করা হল IPS ভোলানাথ পাণ্ডেকে

frame হোমগার্ডে বদলি করা হল IPS ভোলানাথ পাণ্ডেকে

A G Bengali
বদলি করা হল ডায়মন্ড হারবারের পুলিস সুপার ভোলানাথ পান্ডেকে। হোমগার্ডে বদলি করা হল ভোলানাথ পাণ্ডেকে। অন্যদিকে ডায়মন্ড হারবারের নতুন পুলিস সুপার হলেন অভিজিত্ বন্দ্যোপাধ্যায়। আজই নবান্নের তরফে এই বদলির নির্দেশিকা জারি করা হয়েছে। 

অন্যদিকে, গত ১০ ডিসেম্বর ডায়মন্ড হারবারের সভায় যাওয়ার পথে বিজেপি সভাপতি জেপি নড্ডার কনভয়ে হামলা হয়। তার পর পর রাজ্যের তিন আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে নিতে চেয়ে নবান্নকে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। নড্ডার কনভয়ে হামলার ঘটনায় ওই তিন আইপিএস অফিসার নিজেদের ‘দায়’ এড়াতে পারেন না বলেই কেন্দ্রীয় বার্তা আসে। কিন্তু রাজ্য ওই আইপিএস— রাজীব মিশ্র, প্রবীণ কুমার ত্রিপাঠী এবং ভোলানাথ পাণ্ডেকে ‘নো অবজেকশন’ দিতে চায়নি। ফলে ডায়মন্ড হারবারের এসপি ভোলনাথও কেন্দ্রীয় ডেপুটেশনে যোগ দিতে পারেননি।  

Find Out More:

Related Articles:

Unable to Load More