পরশু থেকে করোনা টিকার মহড়া সব রাজ্যে
প্রথম দফায় ড্রাই রান হয়েছিল ৪ রাজ্যে। দ্বিতীয় দফা হবে ২ জানুয়ারি, শনিবার। প্রতিটি রাজ্যের নির্বাচিত কিছু এলাকায় এই সার্বিক মহড়া হতে চলেছে বলে সূত্রের খবর। আসল টিকা দেওয়ার সময়ে কী ধরনের চ্যালেঞ্জ আসতে পারে তা মেপে নিতেই এই মহড়া। প্রসঙ্গত দিন কয়েক আগে (২৮ এবং ২৯ ডিসেম্বর) উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম— দেশের এই চার প্রান্তের চার রাজ্যে ড্রাই রান হয়। পঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, অসম ও গুজরাতে দু’দিনের টিকাকরণের মহড়া শেষ হয়েছে সদ্য। এই প্রসঙ্গে মঙ্গলবার কেন্দ্র জানিয়ে দিয়েছে, ৪টি রাজ্যে করোনার টিকাকরণের পরিকাঠামো স্বস্তিদায়ক। এর পরই দেশ জুড়ে ড্রাই রানের সিদ্ধান্ত কেন্দ্রের।