JIC-র ডিরেক্টর হলেন শুভেন্দু অধিকারী!

frame JIC-র ডিরেক্টর হলেন শুভেন্দু অধিকারী!

A G Bengali
স্রেফ মন্ত্রী কিংবা বিধায়ক নন, তৃণমূলে (TMC) থাকাকালীন একাধিক সরকারি সংস্থার শীর্ষ পদে ছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দলের নেতৃত্বের সঙ্গে মতপার্থক্যের কারণে মন্ত্রী-বিধায়ক-সরকারি পদ সবই ছেড়েছেন তিনি। ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের (Amit Shah) উপস্থিতিতে বিজেপিতে (BJP) যোগ দেন শুভেন্দু।

জি ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, গেরুয়াশিবির সূত্রে খবর, জেড ক্যাটেগরির নিরাপত্তা পেলেও কোনও পদে ছিলেন না তিনি। শুভেন্দু সাংসদও নন, যে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী করা হবে। তাহলে উপায়? একদা তৃণমূলের (TMC)  এই হেভিওয়েট নেতাকে এবার ক্য়াবিনেট মন্ত্রীর সমতুল পদ দিল বিজেপি-র (BJP) কেন্দ্রীয় নেতৃত্ব। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার (JIC) ডিরেক্টর পদে নিয়োগ করা হল তাঁকে।  

Find Out More:

Related Articles:

Unable to Load More