শিশির অধিকারীর বাড়িুতে কী খেলেন লকেট চট্টোপাধ্যায় ?

frame শিশির অধিকারীর বাড়িুতে কী খেলেন লকেট চট্টোপাধ্যায় ?

A G Bengali
অধিকারী বাড়িতে গেলেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। দেখা করলেন শিশির অধিকারীর (Sisir Adhikari) সঙ্গে। মাছ-ভাতে সারলেন মধ্যাহ্নভোজ। কী কথা হল? রাজ্য বিজেপি-র ‘তারকা’ সাধারণ সম্পাদকের কথায়, ‘‘এলাহি আয়োজন ছিল খাওয়া দাওয়ার।’’ ভাতের সঙ্গে উচ্ছে ভাজা আর বড়ি দিয়ে লাউ ঘণ্ট। এর পরে সজনে ডাঁটা দিয়ে শুক্তো। এর পরে আমিষ। তাতে গলদা চিংড়ির সঙ্গে চিকেন এবং মটন। আর ছিল স্যালাড। আলাদা আলাদা বাটিতে সাজানো। সেই সঙ্গে শেষ পাতে চাটনি, মিষ্টি তো ছিলই। দেখেই চমকে যান লকেট। শান্তিকুঞ্জের অভিজ্ঞতা জানাতে গিয়ে বললেন, ‘‘এত কিছু আমি খাই না। কিন্তু কিছুতেই সে কথা শুনতে চাইলেন না শিশিরবাবু। নিজে হাতে এটা-ওটা থালায় ঢেলে দিলেন। আমি মাছ খেতে খুব ভালবাসি। সেটাই খেয়েছি।!’’
রাজনীতির কথা হল না? লকেটের জবাব, ‘‘রাজনীতির কথা তো বলতে যাইনি। কোনও দিন শান্তিকুঞ্জে যাইনি। প্রথমবার গেলাম। আমার খুব ভাল লেগেছে। বাড়ির সবাই খুবই আন্তরিক। শুভেন্দু’দা ছাড়া সবাই ছিলেন। ছোটরাও সবাই ছিল। আমার সঙ্গে সবাই মিলে গ্রুপ ছবিও তুলেছে।’’ তবে জল্পনা বাড়ল অন্য বাক্যে। কার্যত পান চিবোতে চিবোতেই লকেট চট্টোপাধ্যায় জানালেন, 'ছেলের পাশে বাবা থাকবেন, এটাই তো স্বাভাবিক।' এ দিন লকেট আরও বলেন, শিশিরবাবুর মতো ব্য়ক্তি দলে আসতে চাইলে তাঁকে স্বাগত জানানো হবে। তবে আজ এ বিষয়ে কথা হয়নি। মাসিমা পান সেজে দিলেন, খেয়েছি।  আবার সময় পেলে আবার আসতে বলেছেন।  

Find Out More:

Related Articles:

Unable to Load More