দুর্ঘটনাতেই আঘাত পান মমতা, রিপোর্ট দুবের

A G Bengali
মুখ্যমন্ত্রীর উপর ‘হামলা’র কোনও ‘প্রমাণ’ মেলেনি। নন্দীগ্রামে মমতার চোট-কাণ্ডে এই রিপোর্ট বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে (Vivek Dubey) নির্বাচন কমিশনে (Election Commission) জমা দিয়েছেন বলে সূত্রের খবর। এর আগে রাজ্যের মুখ্যসচিবের রিপোর্টেও হামলার কথা উল্লেখ ছিল না। নন্দীগ্রামের ঘটনা নিয়ে শুক্রবার নবান্নের তরফে রিপোর্ট পাঠানো হয় কমিশনকে। তাতে গাড়ির দরজায় পা চাপা পড়ে মুখ্যমন্ত্রী আহত হন বলে জানান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। হামলার সম্ভাবনা খারিজ করে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বিভু গোয়েলও একই কথা জানান বলে নবান্ন সূত্রে খবর। মুখ্যমন্ত্রীর গাড়ির দরজায় কেউ ধাক্কা দিয়েছে বলে প্রমাণ মেলেনি বলে কমিশনকে জানান তিনি।
মুখ্যসচিবের রিপোর্টেও বলা হয়েছে, বিরুলিয়া বাজারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করছিলেন। ধীর গতিতে চলছিল গাড়ি। তখনই গাড়ির দরজা বন্ধ হয়ে যেতে পা চেপে যায় মুখ্যমন্ত্রীর। তবে কমিশন মনে করছে, ওই রিপোর্টে আরও তথ্য প্রয়োজন। মুখ্যসচিবের কাছে দু'টি বিষয় জানতে চাওয়া হয়েছে। গাড়ির দরজায় কীভাবে ধাক্কা লাগল? আর দরজা বন্ধ হওয়ার কারণ কী? এদিকে, পুলিস সুপারের কাছেও ২৪ ঘণ্টার মধ্যে বিস্তারিত রিপোর্ট চেয়েছে কমিশন। তিনি ৮ পাতার রিপোর্ট পাঠিয়েছিলেন। তবে কমিশন একেবারে সময় ধরে ধরে মমতার কর্মসূচি জানতে চেয়েছে বলে সূত্রের খবর।
অন্যদিকে, শুক্রবার তৃণমূলের একটি প্রতিনিধি দল দিল্লিতে গিয়ে কমিশনের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। নন্দীগ্রামের ঘটনার পিছনে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ রয়েছে বলে দাবি করেন তাঁরা। তৃণমূল নেতৃত্ব বেরিয়ে আসার পর বিজেপি-র প্রতিনিধিদের সঙ্গেও আলাদা করে সাক্ষাৎ করেন কমিশনের আধিকারিকরা। তার মধ্যেই শুক্রবার রাতে এসএসকেএম থেকে মমতাকে ছেড়ে দেওয়া হয়।  

Find Out More:

Related Articles: