তৃণমূলের হয়ে ভোট প্রচারে এবার জয়া বচ্চন

frame তৃণমূলের হয়ে ভোট প্রচারে এবার জয়া বচ্চন

A G Bengali
বিজেপির হেভিওয়েট তারকার পাল্টা তৃণমূলের। এবার তৃণমূলের প্রচারে বলিউডের মেগাস্টার। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হয়ে প্রচার করতে শহরে এলেন জয়া বচ্চন। রবিবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নেমেছেন জয়া বচ্চন। সোমবার থেকে ‘বাংলার মেয়ে’-র হয়ে নির্বাচনী প্রচারের ময়দানে নামবেন ‘ধন্যি মেয়ে’। রবিবার জয়াকে বিমানবন্দরে স্বাগত জানান তৃণমূল সাংসদ ও সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন, রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গোলাপি ওড়না আর হালকা রঙের চুরিদারে জয়াকে তৃণমূলের প্রমীলা বাহিনী একরকম ‘এসকর্ট’ করেই নিয়ে এল বিমানবন্দরের বাইরে। রাজ্যসভার সাংসদ সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ জয়া। রাজনীতি দীর্ঘদিনের বিচরণক্ষেত্র তাঁর। মমতার সঙ্গে সুসম্পর্কও বহুদিনের। আগামী তিন-চারদিন আপাতত কলকাতাতেই থাকবেন জয়া। কথা আছে, মমতার হয়ে প্রতিদিন দু’টি করে বিধানসভা কেন্দ্রে প্রচার করবেন তিনি। তবে তার আগে সোমবার টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে অরূপ বিশ্বাসের হয়ে প্রচার করবেন। টালিগঞ্জ কেন্দ্রে বিজেপি-র প্রার্থী বাবুল সুপ্রিয়। 

প্রসঙ্গত, চলতি বিধানসভা ভোটে তৃণমূলকে সমর্থনের কথা জানিয়েছেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। সেই সমর্থনের পটভূমিতেই তৃণমূলের প্রচারে অংশ নিতে চলেছেন সমাজবাদী পার্টি নেত্রী। রাজনৈতিক মহলের মতে, জয়া বচ্চনকে প্রচারের অংশীদার করে মেগা তারকা ক্যারিশমায় বিজেপিকে টক্কর দিতে চাইছে তৃণমূল। উল্লেখ্য, বিজেপিতে যোগ দিয়ে ইতিমধ্যেই গেরুয়া শিবিরের হয়ে মাঠে-ময়দানে প্রচারে নেমেছেন মেগা তারকা মিঠুন চক্রবর্তী। মহাগুরুকে দেখতে, তাঁর কথা শুনতে সর্বত্রই উপছে পড়ছে ভিড়। 

Find Out More:

Related Articles:

Unable to Load More