‘মমতার পা ভেঙেছে, মন ভাঙতে পারেনি’

A G Bengali
তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে শহরে এসেছেন অভিনেত্রী তথা সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন (Jaya Bachchan)। প্রচারের আগে তৃণমূল কংগ্রেস ভবনে সোমবার সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে বাংলার 'ধন্যি মেয়ে' বলেন, 'একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াছেন মমতা। তিনি ফের ক্ষমতায় এলে বাংলার আরও উন্নতি হবে।' পাশাপাশি বিরোধীদের উদ্দেশে জয়ার কটাক্ষ, 'মমতাকে যাঁরা পছন্দ করেন না, তাঁদের বলব লজ্জা লজ্জা।' সেই সঙ্গে সংযোজন, ‘মমতার পা ভেঙেছে, মন ভাঙতে পারেনি’। প্রসঙ্গত, বলিউডের বাঙালি তারকা মিঠুন চক্রবর্তীকে ইতিমধ্যেই বাংলায় প্রচারে নামিয়েছে বিজেপি। তার জবাব দিতেই জয়াকে তৃণমূল আসরে নামিয়েছে বলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ইতিমধ্যেই সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘মিঠুন চক্রবর্তীর একটা পা বাংলায় ছিল, কিন্তু জয়ার তা ছিল না।’’ সাংবাদিক বৈঠকে বেশির ভাগ সময়ই বাংলায় কথা বলেন জয়া। শুধু তাই নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি, বাংলার জল’ গানের দু’টি লাইন পাঠও করেন জয়া।
অন্যদিকে, সোমবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকের আগে জয়াকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসু। ছিলেন দোলা সেন ছাড়াও সমাজবাদী পার্টির এই রাজ্যের কয়েকজন নেতা। জয়ার মাথায় ছিল সমাজবাদী পার্টির ‘লাল টুপি’। নিজের দলের কথা উল্লেখ করে জয়া বলেন, ‘‘অখিলেশ’জি আমাকে বলেছিলেন, এ বারের বিধানসভা নির্বাচনে আমাদের সমাজবাদী পার্টি তৃণমূলকে সমর্থন করছে। আমাকে প্রচারে আসতে হবে। আমি খুব খুশি হয়েছি। অখিলেশ যাদব ও মমতাজিকে ধন্যবাদ জানাই।’’

Find Out More:

Related Articles: