প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বললেন

A G Bengali
২০ এপ্রিল রাত ৮টা ৪৫ মিনিটে জাতীর উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের ভাষণে তিনি বলেন, রাজ্যগুলিকে অনুরোধ করব যেন তারা লকডাউন শেষ অস্ত্র হিসাবে প্রয়োগ করে। যুবকরা নিজের নিজের এলাকায় কমিটি তৈরি করে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করুন, বার্তা দেন মোদী। তিনি আর কী কী বললেন এক নজরে দেখে নেওয়া যাক- • এবারে আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। • ফের ভয়ঙ্কর আকার নিয়েছে করোনা। গতবারের অভিজ্ঞতা সকলেরই কাছে ভয়ঙ্কর। • করোনা বিরুদ্ধে লড়ছে গোটা দেশ। করোনা যোদ্ধাকে আবার কুর্ণিশ জানাচ্ছি। • করোনার বিরুদ্ধে লড়ছে দেশ • ধৈর্য ধরে এগোতে হবে • দেশ দিনরাত কাজ করছে • হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ানো হয়েছে • গত কয়েক দিনে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে পরিস্থিতি শোধরাবে

• দেশের ওষুধ শিল্প দ্রুত ওষুধ তৈরি করছে • করোনা বাড়ার সঙ্গে সঙ্গে ওষুধ উৎপাদনও বাড়ানো হয়েছে। • আমাদের বিজ্ঞানীরা টিকা তৈরি করেছে • সবচেয়ে সস্তা টিকা তৈরি করেছে ভারত • দেশের কোল্ড চেন ব্যবস্থা অনুকূলে • ২টি দেশীয় প্রযুক্তিতে তৈরি টিকা আমাদের হাতে আছে • ১৮ বছর বয়স হলেই নেওয়া যাবে কোভিড টিকা • ১ মে থেকেই শুরু হবে টিকাকরণ • দেশে করোনা পরীক্.ষার জন্য পরীক্ষাগার, পিপিই কিট ছিল না • কিন্তু আমরা এটা দ্রুত করেছি • চিকিৎসকরা বেশি জীবন বাঁচাতে পেরেছেন • অনুশাসন এবং ধৈর্যের মাধ্যমেই আমরা করোনা হারাব, এটা আশা করি • দেশবাসী সাধারণ মানুষের সেবায় এগিয়ে আসুন • যুবকরা নিজের নিজের এলাকায় কমিটি তৈরি করে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করুন, বার্তা মোদীর

Find Out More:

Related Articles: