কলকাতায় মেট্রো পরিষেবায় লাগাম

A G Bengali
কলকাতা মেট্রো। শহরের যানবাহনের লাইফ লাইন। কিন্তু করোনা মহামারীর কারণে সেই মেট্রো চলাচলেও এবার লাগাম। কমতে চলেছে ট্রেনের সংখ্যা। সেই সঙ্গে পরিবর্তন করা হচ্ছে সময় সূচিতেও। আগামী ২৬ এপ্রিল, সোমবার থেকে এই নয়া নিয়ম কার্যকর হতে চলেছে। বৃহস্পতিবার রাজ্যের দৈনিক সংক্রমণ ১২ হাজারের কাছাকাছি চলে গিয়েছে। তার পরেই শুক্রবার সকালে বিজ্ঞপ্তি জারি করে এই নয়া রদবদলের কথা ঘোষণা করেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষে। তাতে বলা হয়েছে। ২৫৮টি ট্রেনের পরিবর্তে ২৬ এপ্রিল থেকে সোম-থেকে শুক্র আপ-ডাউন মিলিয়ে ২৩৮টি ট্রেন চলবে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এত দিন ১৭৩টি ট্রেন চলত। তা কমিয়ে ১৬১ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, সোম থেকে শুক্র দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষ যাওয়ার জন্য প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা বেজে ২০ মিনিটে। এত দিন সকাল ৬টা বেজে ৫০ মিনিটে প্রথম ট্রেন ছাড়ত।

অন্যদিকে, শেষ দুই দফার ভোটগ্রহণের আগে শুক্রবার বাংলায় ভোটের প্রচারে রাজ্যের ৪ জায়গায় আসার কথা ছিল মোদীর। কিন্তু বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ টুইট করে মোদী নিজেই জানান, দেশের কোভিড পরিস্থিতি নিয়ে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক থাকায় তিন বাংলা সফর বাতিল করছেন। শুক্রবার মোদীর পুরনো সূচি মতো মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম ও কলকাতায় সফর ছিল। এই চার জেলার ৫৬ বিধানসভা এলাকায় মোদীর ভার্চুয়াল বক্তব্য সম্প্রচারের জন্য বিশেষ ব্যবস্থাও করেছে বিজেপি।

Find Out More:

Related Articles: