কোভিড বিধি না মানার অভিযোগে ১৩ জন প্রার্থী ও নেতার বিরুদ্ধে এফআইআর (FIR) করল তারা। শোকজ করা হল ৩৩ জনকে। গতকাল, শুক্রবার কোভিড বিধি মানা নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) ভূমিকার সমালোচনা করেছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করেছে, 'একটা নির্দেশিকা দিয়ে জনগণের উপরে সব ছেড়ে দিয়েছে কমিশন। আমরা পদক্ষেপ চাইছি।' এ দিন নির্বাচন কমিশনের (Election Commission) ফুল বেঞ্চের বৈঠকে হাইকোর্টের রায়ের প্রসঙ্গটি ওঠে।
অন্যদিকে, করোনার সংক্রমণ বাড়তেই রাজনৈতিক প্রচার নিয়ে ভ্রুকুটি অভিনেতা এবং সাংসদ দেব অর্থাৎ দীপক অধিকারীর। এ বার নিজের সব রাজনৈতিক সভা বাতিল করার ঘোষণা করলেন তিনি। একই সঙ্গে নেটমাধ্যমে লিখলেন, ‘রাজনৈতিক নেতা না হলে মাস্ক না পরে বাড়ির বাইরে বেরবেন না। তার কারণ আপনারা জানেন’। তাঁর বার্তা, এ বারে প্রকৃত অর্থে ‘আত্মনির্ভর’ হওয়ার সময় এসেছে। পাশে বন্ধনীতে লেখা, ‘খোঁচা দিইনি। এটাই রূঢ় বাস্তব। নিজের জীবন নিজে বাঁচান’। বাংলার নির্বাচনে নেতামন্ত্রীদের অসতর্কতা দেখে এমনিতেই ক্ষুব্ধ তৃণমূল সাংসদ। সে কথা প্রকাশ করেছেন আগেই। প্রসঙ্গত, ১৬ এপ্রিল ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘মাস্ক ছাড়া বাইরে বেরবেন না। যদি আপনি রাজনীতিবিদ হন, তা হলে অবশ্য আপনি এমনটা করতেই পারেন। একমাত্র এ দেশের নেতারাই ইচ্ছে মতো নিয়ম গড়তে আর ভাঙতে পারেন’! সেই একই খোঁচা দিলেন বৃহস্পতিবার রাতে।