বীরভূমে ভোটের মুখে নজরবন্দি অনুব্রত

A G Bengali
কখনও 'চড়াম-চড়াম', তো কখনও আবার 'গুড়-বাতাস'। ভোট এলেই খবরের শিরোনাম চলে আসেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। বিরোধীরা বলেন, ভোটের সময়ে এইসব কথা বলে তিনি নাকি আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করেন! ২০১৬-র বিধানসভা ভোট ও ২০১৯ লোকসভা ভোটেও তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে নজরবন্দি করেছিল কমিশন। ব্যতিক্রম ঘটল না এবারেও। বৃহস্পতিবার অর্থাৎ আগামী ২৯ এপ্রিল শেষ দফায় ভোট বীরভূমে। তার আগে মঙ্গলবার অনুব্রতকে নজরবন্দি করার নির্দেশ জারি করেছে কমিশন। আগামী ৩০ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত নজরবন্দি থাকবেন তিনি। 

অন্যদিকে, দেশে ভ্যাকসিনের(Covid Vaccine) সঙ্কট মোকাবিলায় কী পদক্ষেপ নিয়েছে কেন্দ্র, বিভিন্ন ক্ষেত্রে ভ্যাকসিনের দাম কেন বিভিন্ন রকম নিচ্ছে উত্পাদক সংস্থাগুলি?  ড্রাগ কন্ট্রোল আইনে কেন ওইসব কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এনিয়ে বিস্তারিত জানিয়ে কেন্দ্রকে হলফনামা দিতে বলল সর্বোচ্চ আদালত। সাধারণ মানুষ যেখানে ভ্যাকসিনের জন্য দরজায় দরজায় ঘুরছে সেখানে কী কারণে ভ্যাকসিনের দাম বাড়ছে তা কেন্দ্রকে জানাতে হবে। সাধারণ মানুষ যেখানে ভ্যাকসিনের জন্য দরজায় দরজায় ঘুরছে সেখানে কী কারণে ভ্যাকসিনের দাম বাড়ছে তা কেন্দ্রকে জানাতে হবে। সাধারণ মানুষ যেখানে ভ্যাকসিনের জন্য দরজায় দরজায় ঘুরছে সেখানে কী কারণে ভ্যাকসিনের দাম বাড়ছে তা কেন্দ্রকে জানাতে হবে।  সাধারণ মানুষ যেখানে ভ্যাকসিনের জন্য দরজায় দরজায় ঘুরছে সেখানে কী কারণে ভ্যাকসিনের দাম বাড়ছে তা কেন্দ্রকে জানাতে হবে। এক্ষেত্রে সরকার মুখ ফিরিয়ে থাকতে পারে না।

Find Out More:

Related Articles: