বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৭৬.০৭ শতাংশ

A G Bengali
বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৭৬.০৭ শতাংশ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী অনুব্রত মণ্ডলের গড় বলে পরিচিত বীরভূমে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৮১.৭৮ শতাংশ। এছাড়া মালদহে ভোট পড়েছে ৮০.০৬ শতাংশ, মুর্শিদাবাদে ৭৮.০৭ শতাংশ এবং কলকাতা উত্তরে ভোট পড়ল ৫৭.৫৩ শতাংশ।  কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দাবি, ভোট হয়েছে শান্তিপূর্ণ ভাবেই। সবচেয়ে কম ভোট পড়েছে কলকাতায়। 

অন্যদিকে, 
প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, ১ মে-র বদলে ৩০ এপ্রিল শুক্রবার বেলা তিনটে নাগাদ ওই বৈঠক হবে। ভার্চুয়ালি ওই বৈঠকে তৃণমূলের ২৮৮ জন প্রার্থী এবং তাঁদের এজেন্টদের সঙ্গে গণনা প্রসঙ্গে আলোচনা করতে পারেন মমতা। ২০১১ বা ২০১৬ সালে বিধানসভা নির্বাচন পর্ব মিটে যাওয়ার পর এবং গণনার আগে তৃণমূলনেত্রী এমন কোনও বৈঠক করেননি। শুক্রবারের বৈঠকে গণনা নিয়ে দলকে কী নির্দেশ দেন তিনি, সে দিকেই তাকিয়ে তৃণমূল-প্রার্থীরা। এ বারের ভোটে ২৯১ জন তৃণমূল প্রার্থী লড়াই করছেন। কিন্তু জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন হাসপাতালে চিকিৎসাধীন। অন্য দিকে, খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিংহ করোনা আক্রান্ত হয়ে সম্প্রতি মারা গিয়েছেন। বাকি ২৮৯ জন প্রার্থীর ওই ভার্চুয়াল বৈঠকে হাজির থাকার কথা। এ বারের বিধানসভা ভোটে করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই গণনার ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন। কোভিড রিপোর্ট ‘নেগেটিভ’ হলে তবেই গণনাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে এজেন্টদের।

Find Out More:

Related Articles: