রবিবার পর্যন্ত বন্ধ থাকছে মধ্য কলকাতার বেশ কিছু বাজার চত্বর

frame রবিবার পর্যন্ত বন্ধ থাকছে মধ্য কলকাতার বেশ কিছু বাজার চত্বর

A G Bengali
চাঁদনি চক, চৌরঙ্গি, ক্যানিং স্ট্রিট, বড়বাজার-সহ যে সমস্ত এলাকায় ‘জরুরি নয়’ এমন পণ্যের বাজার বসে, তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সমিতি। CWBTA সূত্রে জানা গেছে সংগঠনের সঙ্গে যুক্ত সব ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দোকান-বাজার বন্ধ রাখার জন্য। তাতে সম্মত হয়েছেন তাঁরা। বৃহস্পতিবার রাজ্যের শেষ দফার ভোটে কলকাতার ৭টি আসনে ভোটগ্রহণ প্রক্রিয়ার কারণে আগেই বাজার বন্ধের নির্দেশ ছিল। CWBTA জানিয়েছে, করোনা পরিস্থিতির কারণে আগেই শনি এবং রবিবার বাজার বন্ধের নির্দেশ দিয়েছিল সমিতি। সেই হিসেব ধরলে একটা দিন অতিরিক্ত বন্ধ রাখতে হচ্ছে বাজার। বাজার সমিতি মনে করছে, এই সিদ্ধান্তে শহরে করোনা সংক্রমণে দৈনিক বৃদ্ধিতে ছেদ পড়বে। তবে, পোস্তা-সহ মধ্য কলকাতার যে সমস্ত এলাকায় খাবারের দোকান রয়েছে বা খাবার জিনিসের বাজার রয়েছে, সেই সব এলাকাকে ছাড় দেওয়া হয়েছে।তবে, পোস্তা-সহ মধ্য কলকাতার যে সমস্ত এলাকায় খাবারের দোকান রয়েছে বা খাবার জিনিসের বাজার রয়েছে, সেই সব এলাকাকে ছাড় দেওয়া হয়েছে।
অন্যদিকে, দেশীয় টিকা কোভ্যাক্সিনের দাম কমাল ভারত বায়োটেক। রাজ্যগুলিকে ৪০০ টাকায় টিকা বিক্রি করবে তারা। এর আগে টিকা পিছু ৬০০ টাকা নেওয়ার কথা বলেছিল এই সংস্থা। বৃহস্পতিবার ভারত বায়োটেক জানিয়েছে, করোনা আবহে সরকারি স্বাস্থ্য দফতরের সমস্যার কথা মাথায় রেখেই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগে বুধবারই করোনার দ্বিতীয় টিকা কোভিশিল্ডের দাম কমানোর ঘোষণা করেছিল.সেরাম ইনস্টিটিউট। রাজ্যগুলিকে টিকা বিক্রির মূল্য ৪০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করেছিল সেরাম।

Find Out More:

Related Articles:

Unable to Load More