গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত ৯৬

frame গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত ৯৬

A G Bengali
শুক্রবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ৯৬ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। যা দৈনিক মৃত্যুর নিরিখে দ্বিতীয় সর্বোচ্চ। কলকাতায় ১ দিনে মারা গিয়েছেন ২৮ জন। এই সংখ্যাও এখনও পর্যন্ত এ শহরে ২৪ ঘণ্টার নিরিখে সবচেয়ে বেশি। পাশাপাশি, নতুন করে আক্রান্তের সংখ্যাও ফের ১৭ হাজারের গণ্ডি ছাপিয়ে গিয়েছে। এই নিয়ে টানা ২ দিন। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪১১। সব মিলিয়ে এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৮ লক্ষ ২৮ হাজার ৩৬৬। এর মধ্যে সংক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ১৩ হাজার ৬২৪।

অন্যদিকে, সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, শপিংমল, বিউটি পার্লার, সিনেমাহল, রেস্তোরাঁ ও বার, স্পোর্টস কমপ্লেক্স, জিম, স্পা এবং সুইমিংপুল বন্ধ থাকবে। সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও বিনোদনমূলক অনুষ্ঠান ও জমায়েত নিষিদ্ধ। তবে হোম ডেলিভারি ও অনলাইন পরিষেবা বহাল থাকবে। বাজারের সময়সীমাও বেঁধে দিয়েছে সরকার। সকাল ৭ থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে বাজার। ফের খোলা থাকবে দুপুরে ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত। ছাড় দেওয়া হয়েছে অত্যাবশ্যকীয় জিনিসপত্র, মুদিখানা ও মেডিক্যাল দোকানকে। রাজ্য সরকারের এই নির্দেশ এখন থেকেই লাগু হবে। নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছিল, গণনাকেন্দ্রে জমায়েত করা যাবে না। বিজয় মিছিলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই নির্দেশ মেনে চলতে হবে বলে জানানো হয়েছে নবান্নের নির্দেশিকায়।

Find Out More:

Related Articles:

Unable to Load More