তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

A G Bengali
ঘড়িতে তখন  কাটায় কাটায় ১০.৪৫। জাতীয় সঙ্গীত বেজে উঠল রাজভবনের থ্রোন হলে। শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির হলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে গেলেন রাজ্যপালের স্ত্রীও। কোভিড পরিস্থিতিতে রাজভবনে অনাড়ম্বর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পদে তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শপথ গ্রহণের পরেই মমতা বললেন, 'কোভিড মোকাবিলায় পদক্ষেপ করাই আমাদের প্রথম কাজ। রাজনৈতিক হিংসা বন্ধ করা দ্বিতীয় কাজ'।  রাজনৈতিক দলগুলিকে মুখ্যমন্ত্রীর বার্তা, 'শান্তি বজায় রাখুন। বাংলায় অশান্তি চাই না। কেউ যেন প্রতিহিংসাপরায়ণ আচরণ না করেন। হিংসা ছড়ালে কাউকে রেয়াত করা হবে না'। 

অন্যদিকে, মমতাকে ‘ছোট বোন’ হিসেবে সম্বোধন করে ধনখড় বলেন, ‘‘পর পর তিন বার ক্ষমতায় আসার ঘটনা অত্যন্ত বিরল। শুভেচ্ছা জানাই। তবে এই মুহূর্তে রাজ্যে অহেতুক হিংসা বন্ধ করাই প্রধান লক্ষ্য হওয়া উচিত। কারণ এর ফলে সমাজের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। মুখ্যমন্ত্রীর উপর পূর্ণ আস্থা রয়েছে। আশা করি, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেত শীঘ্রই ব্যবস্থা নেবেন তিনি।’’ রবিবার ভোটের ফলাফল সামনে আসার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হিংসার ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপি। প্রসঙ্গত, এদিন রাজভবন মুখ্যমন্ত্রী পদে একাই শপথ নিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন পরে। রাজনৈতিক কারবারীদের মতে, রাজ্যে আগে এমনটা কখনও হয়নি। এদিন রাজভবন মুখ্যমন্ত্রী পদে একাই শপথ নিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন পরে। রাজনৈতিক কারবারীদের মতে, রাজ্যে আগে এমনটা কখনও হয়নি।

Find Out More:

Related Articles: