রাজ্যের স্বাস্থ্য বুলেটিনের তথ্য বলছে, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২৭ জনের। আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছুঁইছুঁই। ফলে, মৃত ও আক্রান্তের সংখ্যায় রেকর্ড রাজ্যে। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড পজিটিভ (Covid Positive) হয়েছেন ১৯ হাজার ৪৩৬ জন। সংক্রমণে পাল্লা দিচ্ছে কলকাতা ও উত্তর পরগনা। দুই জেলায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৯৮৩ ও ৩৯৮৮।
অন্যদিকে, ৮ মে সকাল ৮টা পর্য়ন্ত রিপোর্ট অনুযায়ী, পর পর তিন দিন দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার লক্ষ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ২ কোটি ১৮ লক্ষ ৯২ হাজার ৬৭৬ জন। আক্রান্তের সঙ্গে সঙ্গে দেশে দৈনিক মৃত্যুও বেড়েছে গত কয়েক সপ্তাহে। বাড়তে বাড়তে শনিবার তা ৪ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪ হাজার ১৮৭ জনের। একদিনে মৃত্যুর নিরিখে এই সংখ্যা গোটা অতিমারি পর্বে সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট প্রাণ হারালেন ২ লক্ষ ৩৮ হাজার ২৭০ জন। ২০১৯ সালে চিনে প্রথম খোঁজ পাওয়া গিয়েছিল প্রাণঘাতী এই ভাইরাসের। তার পর ২০২০ সালে বিশ্বের বিভিন্ন দেশ এর ভয়াবহতার সাক্ষী থেকেছে। গত বছর এই সময় ইউরোপের বিভিন্ন দেশে মৃত্যুর মিছিল দেখা গিয়েছিল। তার পর ২০২০ সালে বিশ্বের বিভিন্ন দেশ এর ভয়াবহতার সাক্ষী থেকেছে। গত বছর এই সময় ইউরোপের বিভিন্ন দেশে মৃত্যুর মিছিল দেখা গিয়েছিল।