করোনা থেকে বাঁচার প্রাথমিক উপায়
এই পরিস্থিতিতে কী করণীয় দেশবাসীর ? কেমব্রিজ থেকে জানালেন ডা. প্রিয়দর্শিনী ভ্ট্টাচার্য!
তাঁর কথায়, যাঁরা ভ্যাকসিন নিতে চাইছেন না তাঁদের একটা কথা বুঝতে হবে, প্রায় ১০০ বছর পুরনো মহামারীতে (১৯১৮ স্প্যানিশ ফ্লু), আমাদের দেশে অকল্পনীয় মৃত্যু মিছিলের অন্যতম কারণ ছিল প্রয়োজনীয় ভ্যাকসিন না থাকা। আর আজ ভ্যাকসিন হাতে পেয়েও আমরা বিভিন্ন কারণে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি।
যেখানে পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে এখনও বিভিন্ন কারণে পৌঁছতে পারেনি ভ্যাকসিন। বলা হচ্ছে, মিউট্যান্ট ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন কাজ করবে না। তাই ভ্যাকসিন নিয়ে কোনও লাভ নেই।
এবিষয়ে জানিয়ে রাখা ভালো, ভ্যাকসিন নিলে যে অ্যান্টিবডি তৈরি হবে শরীরে তা পরবর্তীকালে মিউট্যান্ট ভাইরাসের সংক্রমণ থেকেও বাঁচাবে আপনাকে। ভাইরাস ধরলেও সাধারণ জ্বর-সর্দি-কাশির উপর দিয়ে পার পেয়ে যাবেন আপনি, মারাত্মক হবে না কোনও মতেই। তাই সুযোগ পাচ্ছেন যখন কালবিলম্ব না করে ভ্যাকসিন নিয়ে নিন। তবে অবশ্যই -
১) মাস্ক পরবেন
২) হাত স্যানিটাইজ করুন যথাযথ ভাবে
৩) সোশ্যাল ডিসট্যান্স মেনে চলার চেষ্টা করুন।