স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্তের (COVID Cases) সংখ্যা ২০,৮৩৯। উত্তর ২৪ পরগনায় ৪ হাজার পেরিয়ে গিয়েছে সংক্রমিতের সংখ্যা। তার কাছাকাছি কলকাতা। দুই জেলায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪,১৩১ ও ৩,৯২৪। বৃহস্পতিবার ৭০ হাজার ৪৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে আক্রান্তের হার ৯.৫৩ শতাংশ। বৃহস্পতিবার রাজ্যে মৃত্যু হয়েছে ১২৯ জনের। এর মধ্যে কলকাতায় মৃতের সংখ্যা রাজ্যের মধ্যে সর্বোচ্চ, ৩৯ জন। এ ছাড়া উত্তর ২৪ পরগনা (২৫), হাওড়া (৯) দক্ষিণ ২৪ পরগনা (৯), হুগলি (৮) , জলপাইগুড়ি (৮), বাঁকুড়া (৬) এবং দার্জিলিং (৬)-এ অনেকের মৃত্যু হয়েছে। তা ছাড়াও আরও কয়েকটি জেলায় বৃহস্পতিবারও প্রাণহানি ঘটেছে। এই নিয়ে রাজ্যে করোনায় মৃত্যু হল ১২ হাজার ৮৫৭ জনের।
বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৯ হাজার ১৮১ জন। রাজ্যে মোট সুস্থের সংখ্যা আরও বেড়ে হল ৯ লক্ষ ৩০ হাজার ৮৮৬ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় টিকাকরণ হয়েছে ১ লক্ষ ৬৭ হাজার ৩২৯জনের। এর ফলে মোট টিকাকরণ হল ১ কোটি ২৩ লক্ষ ১৩ হাজার ৮১৬ জনের।গত ২৪ ঘণ্টায় মোট করোনা পরীক্ষা রয়েছে ৭০ হাজার ৪৭৩ জনের। যার মধ্যে করোনা ধরা পড়েছে ২০ হাজার ৮৩৯ জনের। তার ফলে বৃহস্পতিবার দৈনিক সংক্রমণের হার হয়েছে ২৮.৯১ শতাংশ, যা বুধবারের তুলনায় কিছুটা বেশি। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী রয়েছেন ১ লক্ষ ৩০ হাজার ২১৩ জন। যা বুধবারের থেকে ১ হাজার ৫২৯ জন বেশি।