নারদ মামলার শুনানি আজ দুপুর ২টোয়

A G Bengali
সোমবার নারদ মামলায় রাজ্যের ৪ নেতা-মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই। বুধবার কলকাতা হাই কোর্টে এই মামলা উঠছে। কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চে শুনানি চলছে মামলাটির। সিবিআই সূত্রে খবর, হাই কোর্টে ৪ নেতা মন্ত্রীর জেল হেফাজত বহাল রাখার আর্জি জানাবে সিবিআই। একইসঙ্গে মামলাটি অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আবেদনও জানাবে তারা। হাই কোর্টে অভিযুক্তদের হয়ে সওয়াল করবেন অভিষেক মনু সিঙ্ঘভি, সিদ্ধার্থ লুথরা। সিবিআই সূত্রে খবর, হাই কোর্টে সুরাহা না হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন অভিযুক্তদের আইনজীবীরা। তাই আগে থেকেই শীর্ষ আদালতে পদক্ষেপ শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বুধবার শুনানি হওয়ার পর ফের আজ অর্থাত বৃহস্পতিবার (২০ মে ২০২১) দুপুর ২টো হাইকোর্টে ফের শুনানি হবে নারদ কাণ্ডের। 

ভোটের ফলপ্রকাশের পর এই প্রথমবার মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ৯টি জেলার কোভিড পরিস্থিতি ও সরকারি ব্যবস্থাপনা নিয়ে এই ভার্চুয়াল বৈঠক হবে আগামিকাল অর্থাত্‍ বৃহস্পতিবার। কখনও ভ্যাকসিনে দামে কেন্দ্র-রাজ্য ফারাক , তো কখনও আবার Oxygen সিলিন্ডার, কনসেনট্রেটর, করোনার ওষুধে GST প্রত্যাহারের দাবি, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন একাধিকবার। কিন্তু বৈঠক? হয়নি কখনও। বরং মোদীর বিরুদ্ধে তাঁকে বৈঠকে না ডাকার অভিযোগ করেছেন মমতা। এবার সেই ছবিটা বদলাতে চলেছে।

Find Out More:

Related Articles: