মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা

frame মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা

A G Bengali
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হয়নি। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পরীক্ষা নেওয়া হতে পারে বলে আশাবাদী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। বৃহস্পতিবার জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে পরীক্ষার দিন ঘোষণা করা হবে। আমরা খুব দ্রুত জানাব দিন।’’১ জুন থেকে মাধ্যমিক ও ১৫ জুন থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণের জেরে দুটি পরীক্ষাই পিছিয়ে দেওয়া হয়েছে।

রাজ্যে লকডাউনের মতো বিধি জারির দিনই মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন,জুনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক হচ্ছে না। পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে বলে ঘোষণা করেছিল নবান্ন। তিনি বলেছিলেন, “জুনের প্রথমার্ধে মাধ্যমিক পরীক্ষা হবে বলে ঠিক ছিল। জুন মাসের দ্বিতীয়ার্ধে হওয়ার কথা ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কিন্তু, এখন কিছু কিছু কাজকর্ম থেকে আমরা বিরত থাকব বলে স্থির হয়েছে। এই ধরনের বড় পরীক্ষার আয়োজনে ও প্রস্তুতিতে সময় লাগে। ফলে জুন মাসে ওই পরীক্ষাগুলো হবে না।” তিনি বলেছিলেন, “জুনের প্রথমার্ধে মাধ্যমিক পরীক্ষা হবে বলে ঠিক ছিল। জুন মাসের দ্বিতীয়ার্ধে হওয়ার কথা ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কিন্তু, এখন কিছু কিছু কাজকর্ম থেকে আমরা বিরত থাকব বলে স্থির হয়েছে। এই ধরনের বড় পরীক্ষার আয়োজনে ও প্রস্তুতিতে সময় লাগে। ফলে জুন মাসে ওই পরীক্ষাগুলো হবে না।”   তিনি পরে বলেছিলেন, “পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। পরবর্তীতে কবে পরীক্ষা হবে, তা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। পরীক্ষার প্রস্তুতির জন্য যথেষ্ট সময় দেওয়া হবে।”

Find Out More:

Related Articles:

Unable to Load More