রিস্ক বন্ডে সই করে হাসপাতাল থেকে ‘ছুটি’ পেলেন শোভন চট্টোপাধ্যায়। হাসপাতাল থেকে শোভনকে ছাড়ানোর জন্য প্রেসিডেন্সি ও এসএসকেএম-কে চিঠিও দিয়েছেন তিনি। সুপারের ঘর থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমকে বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishaki Banerjee) বলেন,''বেআইনিভাবে শোভন চট্টোপাধ্যায়কে আটকে রাখা হয়েছে। দেখে মনে হচ্ছে, সোমবারের আগে মুক্তি দিতে চান না। প্রধান বিচারপতির কাছে বিষয়টি বলব। রোগী না চাইলে অকারণে আটকে রাখা যায় না। পার্সোনাল রিস্ক বন্ডে ছেড়ে দিন। জেল বলছে হাসপাতাল বললে ছাড়ব। হাসপাতাল উল্টো কথা বলছে। হাসপাতালে তাঁর চিকিৎসা হচ্ছে না। তাহলে কেন আটকে রাখা?''
গত সোমবার নারদ মামলায় গ্রেফতার হন শোভন।গত সোমবার নারদ মামলায় গ্রেফতার হন শোভন। সেই রাতেই তাঁকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়। জেলে থাকাকালীন শোভনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত মঙ্গলবার তাঁকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছিল। তার পর থেকে সেখানেই তাঁর চিকিৎসা চলেছে। শনিবার রাতেই শোভন জানিয়েছিলেন, পার্সোনাল রিস্ক বন্ডে সই করে হাসপাতাল থেকে বেরোতে চান। জেল সূত্রে খবর, প্রেসিডেন্সি জেলে কিছু ঔপচারিকতা সেরে সোজা গোলপার্কের বাড়িতে রওনা দেবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তার পর থেকে সেখানেই তাঁর চিকিৎসা চলেছে। শনিবার রাতেই শোভন জানিয়েছিলেন, পার্সোনাল রিস্ক বন্ডে সই করে হাসপাতাল থেকে বেরোতে চান। জেল সূত্রে খবর, প্রেসিডেন্সি জেলে কিছু ঔপচারিকতা সেরে সোজা গোলপার্কের বাড়িতে রওনা দেবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।