CBSE দ্বাদশের পরীক্ষা বাতিল

A G Bengali
চলতি বছরে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল কেন্দ্র। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্তে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা আদৌ হবে কি না বা হলেও কী প্রক্রিয়ায় তা হবে, সে ব্যাপারেই সিদ্ধান্ত নিতে মঙ্গলবার প্রধানমন্ত্রী বৈঠক করেন। বিকেলে সেই বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী মোদী ছাড়া সেই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর, সিবিএসই বোর্ডের চেয়ারম্যান-সহ অনেকে।

প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে বিবৃতিতে জানান হয়েছে, প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে বিবৃতিতে জানান হয়েছে, কোভিড পরিস্থিতিতে বিভিন্ন পক্ষের মতামত নেওয়া হয়েছে। চলতি বছর দ্বাদশ শ্রেণির পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নির্দিষ্ট পদ্ধতিতে সময়ের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে।  বৈঠকে প্রধানমন্ত্রী জানান, দেশে কোভিড পরিস্থিতিতে অনেক রাজ্যে লকডাউন চলছে। স্বাভাবিকভাবে উদ্বেগে রয়েছেন পড়ুয়া, অভিভাবক ও শিক্ষকরা। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে বাধ্য করা উচিত নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন, সিবিএসই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। অনেক আলোচনার পর আমার পড়ুয়া-বান্ধব সিদ্ধান্ত নিয়েছি। এতে দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য় সুরক্ষিত থাকবে। সিবিএসই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। অনেক আলোচনার পর আমার পড়ুয়া-বান্ধব সিদ্ধান্ত নিয়েছি। এতে দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য় সুরক্ষিত থাকবে।সিবিএসই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। অনেক আলোচনার পর আমার পড়ুয়া-বান্ধব সিদ্ধান্ত নিয়েছি। এতে দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য় সুরক্ষিত থাকবে।

Find Out More:

Related Articles: