বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত হোটেল-রেস্তোরাঁ চালু রাখা যাবে

A G Bengali
বৈঠকে করোনা প্রতিরোধে নবান্নের কিছু পদক্ষেপ উত্থাপন করেন। টিকাকরণে বণিকসভাকে উদ্যোগী হতেও আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়,,''অন্যান্য রাজ্যে পুরোপুরি লকডাউন করা হয়েছে। আমরা কিন্তু সেটা করিনি। আমরা কিছু বিধিনিষেধ জারি করেছি। আমরা কারফিউও করিনি। তবে রাত ৯ থেকে ভোর ৫টা পর্যন্ত সব বন্ধ রেখেছি।''
গত ১৫ মে রাজ্যে বিধিনিষেধ ঘোষণা করেছে নবান্ন। রাজ্যে এখনও পর্যন্ত বিধিনিষেধ কী কী রয়েছে ?
- সকাল ৭টা থেকে ১০ পর্যন্ত দোকান-বাজার সব খোলা
- ১২টা থেকে ৩টে পর্যন্ত  শাড়ি-সহ অন্যান্য দোকানও খোলা রয়েছে
- মিষ্টির দোকান ১০টা থেকে ৫টা পর্যন্ত খোলা
- সোনা, জামাকাপড় ও রেডিমেড দোকান ১২টা থেকে ৩ টে পর্যন্ত খোলা
- খুচরো দোকানগুলি ১২টা থেকে ৩টে পর্যন্ত খোলার ছাড়পত্র দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা আরও ১ ঘণ্টা বাড়ল। পরের ধাপে ১২ থেকে ৪ পর্যন্ত খুচরো দোকান খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী
- ১৬ জুন থেকে বিধি মেনে খোলা যাবে শপিংমল। তবে ২৫ শতাংশ ক্রেতা ঢুকতে পারবেন।
- ১০ শতাংশ কর্মী নিয়ে দুটি শিফটে কাজ করতে পারে তথ্যপ্রযুক্তি শিল্প।

পাশাপাশি, রেস্তরাঁ ব্যবসা করোনা পরিস্থিতিতে সমস্যায় পড়ছে বলে জানিয়েছিল বণিকসভা। মুখ্যমন্ত্রী বললেন, ‘‘মিষ্টির দোকান তো আমরা ১০টা থেকে ৫টা খোলা থাকবে বলেছি। রেস্তরাঁও খোলা থাক। বিকেল ৫টা থেকে ৮টা পর্যন্ত রেস্তরাঁ খোলা রাখতে পারেন। তবে কর্মীদের টিকা দিতে হবে। সমস্তরকম নিরাপত্তাবিধি বজায় রাখতে হবে।’’

Find Out More:

Related Articles: