মেট্রো কোথায় কোথায়

A G Bengali
এখন দেশের মোট ১৩টি শহরে চলে রাপিড ট্রান্সজিট (Rapid Transit) বা মেট্রো রেল। ২০২১ সালের এপ্রিল পর্যন্ত ভারতে মোট ৯৬০.৬২ কিলোমিটার মেট্রো লাইনে ট্রেন চলে। দেশে রয়েছে মোট ৫৪০টি মেট্রো স্টেশন। এ বছর দেশের আ্ররও তিনটি শহরে, মোট ৫৭৯ কিলোমিটার পথজুড়ে মেট্রো পরিষেবা চালু হচ্ছে। দেশের বিভিন্ন শহরের মেট্রো পরিষেবাগুলি পাঁচ ভাগে ভাগ করা যায়- ১) যেগুলি চালু রয়েছে, ২) যেগুলি খুব শীঘ্রই চালু হয়ে যাবে, ৩) যেগুলিতে কাজ চলছে ক বছরের মধ্যেই চালু হবে, ৪) যেগুলির প্রস্তাবিত পাশ হয়ে গিয়েছে, এখন মাটি পরীক্ষা বা পরিকাঠামো তৈরির সমীক্ষা চলছে, ৫)এখনও যেসব শহরের মেট্রো প্রস্তাবের আকারে রয়েছে, যে কোনও দিন পাশ হতে পারে। ২০২৪ সালের মধ্যে দেশে ২৪-২৬টি শহরে মেট্রো পরিষেবা চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে। আসুন দেখে নেওয়া যায় এই পাঁচটি স্তরে দেশের কোথায় কোথায় মেট্রো চলছে, চলবে, বা চলতে পারে। ক) যেসব শহরে মেট্রো পরিষেবা রয়েছে: ১) কলকাতা মেট্রো (২৪ অক্টোবর, ১৯৮৪): দেশের মধ্যে সবার আগে মেট্রো পরিষবা শুরু হয় কলকাতায়। দীর্ঘ ১৮ বছর ধরে দেশের মধ্যে একমাত্র শহর হিসেবে শুধু কলকাতাতেই চলত মেট্রো। সম্প্রসারণের পর কলকাতায় ৩৮.৫৬ কিলোমিটার পথে এখন মেট্রো চলে। মোট ৩৩টি স্টেশন রয়েছে। দুটি লাইনে মেট্রো চলে। ১০১.৮৬ কিলোমিটার মেট্রো পথের কাজ চলছে।

২) দিল্লি মেট্রো (২৪ ডিসেম্বর, ২০০২): দেশের সবচেয়ে বড় মেট্রো পরিষেবা। দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশনের অধীনে অত্যন্ত দক্ষতার সঙ্গে চলে এই মেট্রো। মোট ৮টি লাইনে পুরো দিল্লি ও এনসিআর জুড়ে ৩৮৯ কিলোমিটার পথজুড়ে চলে দিল্লি মেট্রো। মোট ২৫০টি স্টেশন আছে। আরও ৭৮ কিলোমিটার পথে দিল্লি মেট্রোর সম্প্রসারণ চলছে। ধারেভারে, যাত্রী সংখ্যায়, পরিকাঠামোয় গোটা দেশের মেট্রো পরিষেবার উদাহরণ হল দিল্লি মেট্রো। ৩) বেঙ্গালুরু মেট্রো (নাম্মা মেট্রো) (২০ অক্টোবর, ২০১১): নাম্মা মেট্রো হিসেবে পরিচিত কর্ণাটকের রাজধানী শহরে চলে এই মেট্রো। প্রায় ৫০ কিলোমিটার পথজুড়ে চলে নাম্মা মেট্রো। দুটি লাইন আছে। ৪৬টি মেট্রো স্টেশন আছে।

৪) গুরগাঁও মেট্রো (রাপিড মেট্রো গুঁরগাও): ২০১৩ সালের ১৪ নভেম্বর থেকে চালু হয়েছে এই মেট্রো। ১১ কিলোমিটার পথে চলে এই মেট্রো পরিষেবা। -------- ৫) মুম্বই মেট্রো (৮ জুন, ২০১৪) ------------- ৬) জয়পুর মেট্রো (৩ জুন, ২০১৫) -------- ৭) চেন্নাই মেট্রো (২৯ জুন, ২০১৫) ---------- ৮) কোচি মেট্রো (১৭ জুন, ২০১৭) -------- ৯) লখনউ মেট্রো (৫ সেপ্টেম্বর, ২০১৭) ---------- ১০) হায়দরাদাবাদ মেট্রো (২৯ নভেম্বর, ২০১৭) --------- ১১) নয়ডা মেট্রো (২৫ জানুয়ারি, ২০১৯) --------- ১২) আমেদবাদ মেট্রো (৬  মার্চ, ২০১৯) -------- ১৩) নাগপুর মেট্রো (৮ মার্চ, ২০১৯) ------------- খ) চলতি বছর, ২০২১ সালে দেশের যে সব শহরে মেট্রো শুরু হওয়ার কথা-- ১) নবি মুম্বই মেট্রো ২) পুণে মেট্রো ৩) কানপুর মেট্রো- ------------ গ) আগামী তিন বছরের মধ্যে যেসব শহরে মেট্রো পরিষেবা শুরু হতে পারে ১) ভোজ মেট্রো (ভোপাল) (উদ্বোধন হতে পারে ২০২৩ সালে, কাজ চলছে) ২) ইন্দোর মেট্রো (উদ্বোধন হতে পারে ২০২৩ সালের অগাস্টে, কাজ চলছে) ৩)মিরাট মেট্রো (উদ্বোধন হতে পারে ২০২৪ সালে, কাজ চলছে) ৪) আগ্রা মেট্রো (উদ্বোধন হতে পারে ২০২৪ সালে, কাজ মাঝপথে) ৫) পটনা মেট্রো (উদ্বোধন হতে পারে ২০২৪ সালে, কাজ চলছে) ৬) সুরাট মেট্রো (উদ্বোধন হতে পারে ২০২৪ সালে, কাজ চলছে) ------------ ঘ) যেসব শহরে মেট্রো প্রস্তাব পাশ গিয়েছে, এবার প্রজেক্ট শুরুর পরিকল্পনা চলছে-- ১) দেরাদুন মেট্রো (উত্তরাখণ্ড), ২) কোঝিকোড় মেট্রো (কেরল), ৩) ত্রিবান্দ্রাম মেট্রো (কেরল), ৪) জম্মু ও শ্রীনগর মেট্রো (জম্মু-কাশ্মীর, ২০২৪-র মধ্যে চালু হতে পারে), ৫) গুয়াহাটি মেট্রো (অসম), ৬) গোরক্ষপুর মেট্রো (উত্তরপ্রদেশ), ৭) বিজয়ওয়াড়া মেট্রো (অন্ধ্রপ্রদেশ), ৮) বিশাখাপত্তনাম মেট্রো (অন্ধ্রপ্রদেশ), ৯) কোয়াম্বটর মেট্রো (তামিলনাড়ু) ------------ ঙ) দেশের যেসব শহরে মেট্রো চালুর প্রস্তাব রয়েছে ১) থানে (মহরাষ্ট্র), ২) গ্রেটার গোয়ালিওয়র (মধ্যপ্রদেশ), ৩) জবলপুর মেট্রো (মধ্যপ্রদেশ), ৪) বারেলি মেট্রো (উত্তর প্রদেশ), ৫) প্রয়াগরাজ মেট্রো (উত্তর প্রদেশ), ৬)বারণসী মেট্রো (উত্তর প্রদেশ), ৭) ঝাঁসি মেট্রো, ৮) রাঁচি মেট্রো (ঝাড়খণ্ড), ৯) কটক-ভূবনেশ্বর মেট্রো (ওডিশা), ১০) ভদদোরা মেট্রো, ১১) যোধপুর মেট্রো (রাজস্থান), ১২) জামশেদপুর মেট্রো (ঝাড়খণ্ড)

Find Out More:

Related Articles: