যুব তৃণমূলের দায়িত্বে সায়নী ঘোষ

A G Bengali
বিধানসভা ভোটে ঐতিহাসিক সাফল্যের পর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সংগঠনে বড়সড় পরিবর্তন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব তুলে দিয়ে, তাঁর জায়গায় তৃণমূলের যুব সভানেত্রীর দায়িত্ব দেওয়া হল সায়নী ঘোষকে। যে সায়নী ভোটের ঠিক আগে এক বিজেপি নেতাদের সঙ্গে বিতর্কের পর তৃণমূলে যোগ দেন, সেই সঙ্গে আসানসোল দক্ষিণ থেকে প্রার্থীও হন। কঠিন আসনে যেভাবে পরিশ্রম করে হেরে গেলেও দলের কর্মদীর মনোবল বাড়ান টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ, তারই পুরস্কার তাঁকে দেওয়া হল। ২০২৪ লোকসভার আগে তরুণ-তরুণীদের দিদির দিকে টানতে সায়নীকে দায়িত্ব তুলে ঘাসফুল বাহিনী। পাশাপাশি বারসতের সাংসদ কাকলী ঘোষ দস্তিদারকে দেওয়া হল দলের মহিলা শাখার প্রধানের দায়িত্ব।

যুব তৃণমূল সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হল তাঁকে। ভোটের সয় দলের মুখপাত্র হিসেবে ভাল কাজ করা কুণাল ঘোষকে রাজ্যের সাধারণ সম্পাদক পদে বসানো হল। মোট ৯টা জেলায় সভাপতি বদল করা হয়েছে।  দলে এক নেতা এক পদ কার্যকর করতে হবে বলে, বৈঠকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তৃণমূলের যুবনেতা থেকে সরাসরি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আজ থেকে আনুষ্ঠানিক ভাবেই তাঁকে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড বলতে আর কোন বাধা রইল না। অভিষেককে বড় পদ দেওয়ার পাশাপাশি ব্যাপক সাংগঠনিক রদবদল হল তৃণমূলে অভিষেককে বড় পদ দেওয়ার পাশাপাশি ব্যাপক সাংগঠনিক রদবদল হল তৃণমূলে ।

Find Out More:

Related Articles: