মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক নিয়ে মুখ্যমন্ত্রী যা বললেন

A G Bengali
স্থগিত হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। যা নিয়ে উৎকন্ঠায় পড়ুয়ারা।  এই আবহে বড় সিদ্ধান্ত নিল রাজ্যের শিক্ষা দফতর। মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে কি না এ ব্যাপারে পড়ুয়া, অভিভাবক এবং জনসাধারণের মতামত চাইল শিক্ষা দফতর। পাশাপাশি এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই বিশেষজ্ঞ একটি কমিটি গঠন করেছে। রাজ্য সরকারের গঠিত ৬ সদস্যের বিশেষজ্ঞ কমিটি তাদের রিপোর্ট পেশ করবেন। পাশাপাশি জনসাধারণও এই গুরুত্বপূর্ণ দুই পরীক্ষা নিয়ে তাঁদের মতামত জানাতে পারবেন ৭ মে বেলা ২ টো পর্যন্ত। যদি পরীক্ষা হয়, সেক্ষেত্রে পরীক্ষার পদ্ধতি ও মূল্যায়ন কিংবা না হলে বিকল্প ব্যবস্থার কথা পর্ষদ ও শিক্ষা সংসদ জানাবে রাজ্য সরকারকে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবান্ন।

শিক্ষা দফতরের জারি করা বিজ্ঞপ্তির ছবি টুইট করে মমতা জনমত জানানোর আবেদন করেন। টুইটে মমতা লেখেন, ‘আমাদের সন্তানদের ভবিষ্যৎ আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কি না সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছি আমরা। সেই সঙ্গে আমরা অভিভাবক, সাধারণ মানুষ, সমাজ ও ছাত্র-ছাত্রীদের কাছেও তাঁদের মতামত জানতে চাইছি’। মমতা আরও লেখেন, ‘আমি সবাইকে অনুরোধ করছি সরকারের তরফে দেওয়া তিনটি ই-মেল আইডিতে সোমবার দুপুর ২টোর মধ্যে মতামত জানাতে’। মতামত জানানোর জন্য যে তিনটি ইমেল আইডি দেওয়া হয়েছে সেগুলি হল- ১) pbssm.spo@gmail.com, ২) commissionerschooleducation@gmail.com, ৩) wbssed@gmail.com

Find Out More:

Related Articles: