সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৮৭ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। যা গত ১৪ এপ্রিলের পর সবচেয়ে কম। ওই দিন রাতে স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, তার আগের ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছিলেন ৫ হাজার ৮৯২। সোমবার স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান জানিয়েছে, উত্তর ২৪ পরগনায় ১ হাজার ১৮১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। তবে কলকাতায় নতুন আক্রান্ত কমে হয়েছে ৬১০। ওই দু’জায়গা ছাড়াও রাজ্য়ের মধ্যে হুগলি (৪৫১), হাওড়া (৩৬১), পূর্ব মেদিনীপুর (৩৮৪), নদিয়া (৩৪৪), দক্ষিণ ২৪ পরগনা (৩৩৬), দার্জিলিং (৩৩৫) এবং পশ্চিম মেদিনীপুর (৩২৩) জেলায় দৈনিক সংক্রমণ ৩০০ বা তার বেশি হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত এ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৩২ হাজার ১৯।
অন্যদিকে, সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় হয়েছে ঝড়বৃষ্টি। এতে রাজ্যের ৪ জেলায় বজ্রপাতে মৃত্যু হল মোট ১৪ জনের। সবচেয়ে মানুষের মৃত্যু হুগলিতে। মৃতদের অধিকাংশই মাঠে কাজ করছিলেন। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় হয়েছে ঝড়বৃষ্টি। এতে রাজ্যের ৪ জেলায় বজ্রপাতে মৃত্যু হল মোট ১৪ জনের। সবচেয়ে মানুষের মৃত্যু হুগলিতে। মৃতদের অধিকাংশই মাঠে কাজ করছিলেন। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় হয়েছে ঝড়বৃষ্টি। এতে রাজ্যের ৪ জেলায় বজ্রপাতে মৃত্যু হল মোট ১৪ জনের। সবচেয়ে মানুষের মৃত্যু হুগলিতে। মৃতদের অধিকাংশই মাঠে কাজ করছিলেন।