৬৩ দিন পর ভারতে দৈনিক মৃতের সংখ্যা কমল লাখের নিচে। ৮৬ হাজার ৪৯৮ জন করোনা আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কাটিয়ে ক্লান্ত ভারতবর্ষ। তবে মৃতের সংখ্যায় তেমন কোনও হেরফের নেই। তবে গতকালের তুলনায় কমছে মৃতের সংখ্যা। মোট মৃতের সংখ্যাও সাড়ে ৩ লক্ষ পার করল। অতিমারি পর্বে করোনাভাইরাস মোট প্রাণ কেড়েছে ৩ লক্ষ ৫১ হাজার ৩০৯ জনের। তবে রোজ নতুন সংক্রমণের থেকে সুস্থ বেশি হওয়ায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমছে। গত ৩ সপ্তাহ ধরেই তা কমছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ১৩ লক্ষ ৩ হাজার ৭০২ জন। পাশাপাশি দেশের সংক্রমণের হারও নেমেছে ৫ শতাংশের নীচে। সঙ্গে দেশে টিকাকরণও চলছে। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা পেয়েছেন সাড়ে ৩৩ লক্ষের বেশি জন। দেশে এখনও অবধি মোট দেওয়া হয়েছে সাড়ে ২৩ কোটিও বেশি টিকা।
অন্যদিকে, নরেন্দ্র মোদীকে(Narendra Modi) খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী এদিন টুইট করেন, এবছর ২১ ফেব্রুয়ারির পর একাধিকবার আমি একাধিকবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে দেশের সবাইকে করোনা ভ্যাকসিন বিনামূল্যে দিতে অনুরোধ করেছি। টানা ৪ মাস প্রবল চাপে তিনি আমাদের দাবি মেনে নিলেন। প্রসঙ্গত, কেন্দ্রের সঙ্গে দেশের একাধিক রাজনৈতিক দলের সংঘাতের পর শেষপর্যন্ত সোমবার বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিকেলে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, ২১ জুন থেকে ১৮ বছরের উপরে সবাই করোনা ভ্যাকসিন পাবেন বিনামূল্য়ে।