বাংলায় চলতি সপ্তাহের শেষের দিকে বর্ষা প্রবেশের সম্ভাবনা আছে। এমনিতেই প্রতিদিনের বৃষ্টিতে নাজেহাল অবস্থা। তবে বুধবারই মানে আজকেই মুম্বইয়ে ঢুকে পড়েছে বর্ষা। আবহাওয়া দফতর জানিয়েছে, সারা দিন জুড়েই আকাশ মেঘলা থাকবে এবং মাঝারি বৃষ্টি হবে শহর ও সংলগ্ন এলাকায়। এছাড়াও একটু কম জনঘনবসতিপূর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। প্রবল বর্ষণে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই কার্যত বন্ধ হয়ে গিয়েছে যানবাহন চলাচল। পরিস্থিতি যাতে হাতের বছরে চলে না যায়, তার জন্য আগে থেকে বেশ কিছু সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন। কুরলা এবং সিয়ন স্টেশনের মাঝে রেললাইনে জল জমে যাওয়ায় কুরলা থেকে সিএসএমটি পর্যন্ত বন্ধ রেল পরিষেবা। বিভিন্ন এলাকায় সকালে ৯টা ৫০ মিনিট নাগাদ যানবাহন পরিষেবাও বন্ধ করা হয়েছে। সেন্ট্রাল রেলওয়ে সিপিআরও-র তরফে জানানো হয়েছে, রাস্তা থেকে জল নেমে গেলেই গাড়ি চলাচল শুরু হয়ে যাবে।
অন্যদিকে, বঙ্গপোসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে আগামী ১১ জুন থেকে ১৪ জুনের মধ্যে, ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে বঙ্গে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতেরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেজন্য আগামী ৯ জুনের নদী উপকূলগুলোকে মেরামত করে ফেলতে হবে। ইয়াসের ফলে যে ক্ষতি হয়েছে, তা সারিয়ে ফেলতে হবে, এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে নবান্নের তরফে। বঙ্গোপসাগরে নিম্মচাপ ঘনীভূত এবং সেই সঙ্গে ভরা কোটাল। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজও রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভবনা রয়েছে। বজ্রাপাতের পূর্বাভাস দক্ষিণের জেলাগুলিতে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পার। তবে কলকাতার আকাশ আংশিক মেঘলা।