মানিব্যাগ ফিরিয়ে দিলেন ট্র্যাফিক পুলিশ কর্মী
চাইলেই সেই ট্র্যাফিক পুলিশ কর্মী টাকা ভর্তি ওয়ালটেটি নিজের কাছে রেখে দিতে পারতেন। কিন্তু নিজের কর্তব্য নিয়ে সচেতন সেই ট্র্যাফিক পুলিশ কর্মী নিজেকে পুলিশ স্টেশনে জানান তিনি ৫৩ হাজার টাকা থাকা একটি ওয়ালেট কুড়িয়ে পেয়েছেন। যে ব্যক্তির ওয়ালেট হারিয়ে ছিল, তিনি থানায় যোগাযোগ করেন, এরপরই সেই ট্র্যাফিক পুলিশের কাছ থেকে তিনি পুরো টাকা সমেত ওয়ালেটটি ফেরত পান। মানিব্যাগটি সেই ব্যক্তির সেটা পুরো যাচাইয়ের পরই তাঁকে ফেরত দেওয়া হয়।
গাড়ি থেকে নামার সময় অসতর্কতা থেকেই ওয়ালেটটি পড়ে গিয়েছিল বলে নরেন্দ্র নামের সেই ব্যক্তি জানান। সততার নজির গড়া সেই পুলিশ কর্মীর নাম চতুর্ভুজ। সমাজের দুর্নীতির বৃত্তে চতুর্ভুজ সত্যি বৃত্ত ভাঙলেন। এবার থেকে দুনীর্তির বৃত্ত ভেঙে চলুক চর্তুভুজ গড়ার কীর্তি এই আশায় থাকলাম।