মানিব্যাগ ফিরিয়ে দিলেন ট্র্যাফিক পুলিশ কর্মী

A G Bengali
সারাটা দিন-রাত রোদে পুড়ে, জলে ভিজে রাস্তায় যাতে সব ঠিক থাকা তা নিশ্চিত করেন। তবু ট্র্যাফিক পুলিশদের নিয়ে অনেক বদনাম। কিছু অসৎ মানুষের জন্য যেমন সমাজকে বদনাম শুনতে হয়, তেমন ট্র্যাফিক পুলিশকেও শুনতে হয়। ট্র্যাফিক পুলিশ মানেই হাত দেখিয়ে দাঁড় করিয়ে টাকা তোলার অভিযোগ নয়, ট্র্যাফিক পুলিশের দায়িত্ববোধ-সততার নজিরও আছে অনেক। ঠিক তেমনই এক ঘটনা ঘটল ফরিদাবাদে। মেট্রো স্টেশনের বাইরে তাড়াহুড়োয় নিজের ওয়ালেটটা গাড়ি থেকে পড়ে গিয়েছিল এক ব্যক্তির। কর্তব্যরত অবস্থায় থাকা ট্র্যাফিক পুলিশ কর্মী সেই ওয়ালেট বা মানিব্যাগটি কুড়িয়ে পান।

 
চাইলেই সেই ট্র্যাফিক পুলিশ কর্মী টাকা ভর্তি ওয়ালটেটি নিজের কাছে রেখে দিতে পারতেন। কিন্তু নিজের কর্তব্য নিয়ে সচেতন সেই ট্র্যাফিক পুলিশ কর্মী নিজেকে পুলিশ স্টেশনে জানান তিনি ৫৩ হাজার টাকা থাকা একটি ওয়ালেট কুড়িয়ে পেয়েছেন। যে ব্যক্তির ওয়ালেট হারিয়ে ছিল, তিনি থানায় যোগাযোগ করেন, এরপরই সেই ট্র্যাফিক পুলিশের কাছ থেকে তিনি পুরো টাকা সমেত ওয়ালেটটি ফেরত পান। মানিব্যাগটি সেই ব্যক্তির সেটা পুরো যাচাইয়ের পরই তাঁকে ফেরত দেওয়া হয়।  
গাড়ি থেকে নামার সময় অসতর্কতা থেকেই ওয়ালেটটি পড়ে গিয়েছিল বলে নরেন্দ্র নামের সেই ব্যক্তি জানান। সততার নজির গড়া সেই পুলিশ কর্মীর নাম চতুর্ভুজ। সমাজের দুর্নীতির বৃত্তে চতুর্ভুজ সত্যি বৃত্ত ভাঙলেন। এবার থেকে দুনীর্তির বৃত্ত ভেঙে চলুক চর্তুভুজ গড়ার কীর্তি এই আশায় থাকলাম।

এই প্রতিবেদনের ছবি - প্রতীকী ছবি

Find Out More:

Related Articles: