আজ থেকেই রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস

A G Bengali
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর শুক্রবার একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। শনিবার তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার ফলেই উপকূলবর্তী দুই জেলা অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। এ ছাড়া উপকূল এলাকায় সমুদ্র উত্তাল থাকবে বলেও পূর্বাভাস। নিচু এলাকায় জল ঢুকে প্লাবিত হওয়ারও আশঙ্কা রয়েছে। এই সময় যাতে কেউ সমুদ্রে না যান, বার বার সেই বিষয়ে সতর্ক করেছে হওয়া অফিস। শনিবার থেকেই গোটা রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

অন্যদিকে, মাত্র কয়েকটা দিন, তারপরই জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠীর আগেই সুখবর। বৃহস্পতিবার ওড়িশা থেকে দিঘার সীমানা সংলগ্ন পাইকারি বাজারে ঢুকেছে ওই বিপুল পরিমাণ ইলিশ। ওড়িশা থেকে দিঘায় এল ২টন ইলিশ। দিঘার ব্যবসায়ী মহলের খবর, এখন থেকে ইলিশের এরকম আমদানি হামেশাই চলবে। যেসব ইলিশ এসেছে তাদের ওজন ৩০০ গ্রাম থেকে ১ কেজি। ৩০০ গ্রাম ওজনের ইলিশের দাম ৩০০ টাকা কেজি। অন্যদিকে, ৪০০-৫০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৫০০ টাকা, ৬০০-৮০০ গ্রাম ওজনের মাছের দাম ৮০০ টাকা এবং ১ কেজি ওজনের ইলিশের দাম হাজার টাকা কেজি। খবর ছড়িয়ে পড়তেই আড়তে হুড়োহুড়ি পড়ে যায় ব্যবসায়ীদের। দিঘায়(Digha) ইলিশ ধরা  আপাতত বন্ধ রয়েছে। কিন্তু ওড়িশায় তা  উঠে যাওয়ায় সেখান থেকে তা দিঘায় ঢুকেছে। দিঘার মাছের আড়তগুলির সূত্রে জানা গিয়েছে, ওড়িশা থেকে আসা ইলিশের বেশিরভাগটাই গিয়েছে কলকাতা এবং শহরতলির বিভিন্ন মাছ বাজারে।

Find Out More:

Related Articles: