সাত রাজ্যে এখন পেট্রোলের দর সেঞ্চুরি হাঁকিয়েছে

A G Bengali
দেশে জ্বালানি তেলের দাম আকাশ ছুঁয়েছে। পেট্রোল-ডিজেলের দাম সব রেকর্ড ভেঙে নয়া মাইলস্টোন তৈরি করছে। দেশের বেশ কিছু রাজ্যে পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়ে আরও এগোচ্ছে। এদিকে, আজ দেশের আরও একটা রাজ্যে পেট্রোলের দাম লিটার প্রতি একশো টাকা ছাড়ল। এই নিয়ে দেশের মোট সাতটা রাজ্যে পেট্রোলের লিটার প্রতি দর ১০০ টাকা ছাড়ল। দেশের এক এক রাজ্যে জ্বালানি তেলের দামি এক এক রকম হয়, কারণ রাজ্যে কর এক একরকম হয়। তবে কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম মন্ত্রকই দাম নিয়ন্ত্রণে সবচেয়ে বড় ভূমিকা নেয়।
আজ, শনিবার শহর কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ২৬ পয়সা এবং ডিজেলের দাম লিটার প্রতি ২৩ পয়সা বাড়ল। এই নিয়ে পেট্রোলের দাম হয়েছে লিটারে ৯৬ টাকা ৬ পয়সা এবং ডিজেলের দাম লিটারে ৮৯ টাকা ৮৩ পয়সা হয়েছে। আজ কলকাতায় পাওয়ার পেট্রোলের দাম ১০০ টাকা ৬৬ পয়সা।
এক নজরে দেখে নেওয়া যাক দেশের কোন কোন রাজ্যে পেট্রোলের লিটার প্রতি দর একশো টাকা-
১) রাজস্থান: এই রাজ্যের বেশ কিছু জায়গায় পেট্রোলর দর লিটার প্রতি একশো দিন ১৫ আগে থেকেই ছাড়িয়েছে। এখন সেখানে লিটার প্রতি ১০৬ টাকা। ২) মধ্যপ্রদেশ: মধ্যপ্রদেশেও বেশ কিছু জায়গায় পেট্রোলের দর একশো ছাড়িয়েছে। ৩) মহারাষ্ট্র: মহারাষ্ট্রের বেশ কিছু জেলায় পেট্রোলের দর সেঞ্চুরি হাঁকিয়েছে। ৪) অন্ধ্রপ্রদেশ: অন্ধ্রপ্রদেশেও পেট্রোলের দর সেঞ্চুরি হাঁকিয়েছে। ৫) তেলেঙ্গানা: অন্ধ্রপ্রদেশের পড়শি রাজ্যে তেলেঙ্গানাতেও একই হাল। ৬) লাদাখ: সুন্দর সুদুর লাদাখের পেট্রোলের দর সেঞ্চুরি হাঁকিয়েছে। ৭) কর্ণাটক: বেদার, বেল্লারি, কোপ্পাল, দেবানগরা, শিমোগা ও চিকমাগালর অঞ্চলে পেট্রোলের দর ১০০ ছাড়িয়েছে। রাজ্যের রাজধানী কর্ণাটকে লিটার প্রতি পেট্রোলের দর ৯৯.৩৯ টাকা।

Find Out More:

Related Articles: