রাজ্যে করোনা সংক্রমণ আরও নিম্নমুখী

A G Bengali
স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, সংক্রমিতের সংখ্যা ৩,০১৮। তবে নমুনা পরীক্ষা অনেকটাই কম। ৫৫ হাজার ৬৭১ জনের নমুনা যাচাই করা হয়েছে। সম্ভবত বিধিনিষেধের জেরে সংক্রমণ কমেছে। সে কারণেই অনেকটা কমে গিয়েছে নমুনা পরীক্ষা। এর পাশাপাশি টানা বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের একাধিক এলাকা। সংক্রমণের হার ৫.৪২ শতাংশ। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৩৬৬। ৪৩১ জন আক্রান্ত উত্তর ২৪ পরগনায়। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্য যথাক্রমে ১৭৭, ১৭৭ ও ১৯২। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ২২ হাজার ৭৩ জন।

অন্যদিকে, প্রতি দিন যত সংখ্যক মানুষের কোভিড টেস্ট হয় এবং তার মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে, তাকে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার বলা হয়। গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৬৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ১ কোটি ৩৫ লক্ষ ২৩ হাজার ৩৮১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ১ লক্ষ ২২ হাজার ৩৫০ জন। বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ কোটি ৮২ লক্ষ ২৫ হাজার ১১৬ জনের টিকাকরণ হয়েছে। রাজ্যে দৈনিক সংক্রমণ কমলেও প্রশাসনকে চিন্তায় রেখেছে উত্তর ২৪ পরগনা এবং কলকাতার করোনার সংক্রমণের ছবিটা। রাজ্যের অন্য জেলাগুলোতে সংক্রমণে লাগাম পরানো গেলেও এই দুই জেলায় সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ৪৩১ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। কলকাতায় সংক্রমিত হয়েছেন ৩৬৬ জন। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৭ জনের। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১১ জন।

Find Out More:

Related Articles: