সামান্য কমল সক্রিয় রোগীর সংখ্যা

A G Bengali
দেশ ক্রমশ সুস্থ হচ্ছে। রবিবার রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল ২৩ হাজার ১৬, সোমবার সেই সংখ্যা কমে হল ২২ হাজার ৭৪০। দৈনিক আক্রান্তের সংখ্যাও নেমে এসেছে ২ হাজারের নীচে। শেষ ৫ এপ্রিল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজারের নীচে, ২১ জুন স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে দৈনিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮৭৯। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৪২ জনের। গত ৬ এপ্রিল আক্রান্তের সংখ্যা ২ হাজার পার করে দাঁড়িয়েছিল ২ হাজার ৫৮। তার আগে ৫ এপ্রিল সংক্রমিতের সংখ্যা ছিল ১,৯৬১। ১ হাজার ৯৫৭ জন সংক্রামিত হয়েছিলেন ৪ এপ্রিল। 

স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা ১,৮৭৯। অর্থাৎ এপ্রিলের ৪ তারিখে ফিরল করোনা সংক্রমণের চিত্র। নমুনা যাচাই করা হয়েছে ৪৭ হাজার ৭৭১ জনের। সংক্রমণের হার ৩.৯৩ শতাংশ। কলকাতায় সংক্রমিতের সংখ্যা দুশোর কম। আক্রান্ত হয়েছে ১৭১ জন। ২৯৫ জন আক্রান্ত উত্তর ২৪ পরগনায়। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্য যথাক্রমে ১৩০, ১৭১ ও ১২৮। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ২২ হাজার ৭৪০ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ১৪ লক্ষ ৮৩ হাজার ৫৮৬ জন। সুস্থ হয়ে গিয়েছেন ১৪ লক্ষ ৪৩ হাজার ৫৮৬ জন। এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যু হয়েছে ১৭ হাজার ৩৯০ জনের।


Find Out More:

Related Articles: