কমল ৫৩ কেজি ওজন, সারল করোনা

A G Bengali
গ্রেট ব্রিটেনের ৭২ বছরের এক বৃদ্ধ গত ৩০৫ দিন ধরে করোনায় আক্রান্ত। কোনও কিছুতেই তিনি করোনা থেকে সেরে উঠতে পারছিলেন না। ব্রিস্টলের বাসিন্দা ডেভিড স্মিথ নামের সেই ব্যক্তি এই দশ মাসে মোট ৪৩ বার করোনা পরীক্ষা হয়েছে, প্রতিবারই তাঁর রিপোর্ট পজেটিভ এসেছে।  হাসপাতালে ভর্তি হয়েছেন সাতবার। শেষকৃত্যের পরিকল্পনাও তিনি নিয়ে রেখেছিলেন। এখন তিনি সুস্থ। স্মিথ বিশ্বের সবচেয়ে বেশি দিন ধরে করোনা সংক্রমণে ভোগা রোগী বলে মনে করছেন গবেষকেরা। তিনিই দুনিয়ার সবচেয়ে দীর্ঘদিন ধরে করোনায় আক্রান্ত থাকা রোগী। স্মিথ বিশ্বের সবচেয়ে বেশি দিন ধরে করোনা সংক্রমণে ভোগা রোগী বলে মনে করছেন গবেষকেরা। তিনিই দুনিয়ার সবচেয়ে দীর্ঘদিন ধরে করোনায় আক্রান্ত থাকা রোগী। প্রথমবার তিনি যখন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখন তাঁর ওজন ছিল ১১৭ কেজি। এইয়া মোটাসোটা। কিন্তু এখন? ১১৭ কেজি থেকে তাঁর ওজন ৬৪ কেজিতে নেমে দাঁড়িয়েছে। মানে ওজন কমেছে ৫৩ কেজি। তিনি ড্রাইভিং শেখানোর কাজ করতেন।
দীর্ঘদিন পর করোনামুক্ত হওয়াকে নতুন জীবন ফিরে পাওয়ার সঙ্গে তুলনা করেছেন স্মিথ। তিনি বলেছেন, 'এটা এমন যে আপনি আপনার জীবন ফিরে পেয়েছেন।'যেদিন স্মিথের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে, সেদিন তাঁর পরিবারে রীতিমতো উৎসব শুরু হয়। তাঁরা বিভিন্নভাবে দিনটি উদ্‌যাপন করেন। স্মিথ ৩০৫ দিন করোনা পজিটিভ ছিলেন। ৪৫ দিন ধরে তাঁর শরীরে রেজেনারনের অ্যান্টিবডি প্রয়োগ করা হয়। এরপর তাঁর করোনা নেগেটিভ ফল আাসে।

Find Out More:

Related Articles: