ভুয়ো টিকা কাণ্ডে হর্ষ বর্ধনকে চিঠি শুভেন্দুর

A G Bengali
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তদন্ত যাতে কোনও কেন্দ্রীয় সংস্থা করে, সেই আর্জি জানিয়ে সরাসরি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে চিঠি লিখলেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে শাসকদলের একাধিক হেভিওয়েট নেতা, মন্ত্রী সাংসদের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়েও সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি কসবায় ভুয়ো টিকা শিবির-কাণ্ডে গ্রেফতার হয়েছেন দেবাঞ্জন দেব। যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। কসবার সেই শিবিরের প্রসঙ্গ তুলে ধরে শুভেন্দু চিঠিতে লিখেছেন, ‘ওই টিকা শিবির থেকে যাঁরা আধার কার্ড দেখিয়ে টিকা নিয়েছেন, তাঁরা কেউই টিকার শংসাপত্র পাননি। শুধু কসবা-ই নয়, এ ধরনের শিবির চালানো হয়েছিল আমহার্স্ট স্ট্রিট, সোনারপুরেও। যেখানে কয়েক মানুষকে টিকা দেওয়া হয়েছে। আর এ সবই হয়েছে স্থানীয় প্রশাসন এবং পুলিশের নজরদারিতে।’

যেহেতু ঘটনায় শাসকদলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেহেতু ঘটনার তদন্ত কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে করানোর দাবি জানান তিনি। গতকালও স্বাস্থ্য ভবনে গিয়ে একই দাবি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। একই দাবি শোনা গিয়েছে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের গলায়। সরাসরি CBI তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। শুক্রবারই শুভেন্দু হুঁশিয়ারি দিয়েছিলেন, ভুয়ো টিকা-কাণ্ডে পূর্ণাঙ্গ তদন্ত না হলে জনস্বার্থ মামলার পথে হাঁটবেন তাঁরা। একই সঙ্গে দাবি করেছিলেন, কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে ভুয়ো টিকা-কাণ্ডের তদন্ত করা প্রয়োজন। বলেছিলেন, এ নিয়ে বিধানসভাতেও সরব হবেন তাঁরা।

Find Out More:

Related Articles: