‘মন কি বাত’ অনুষ্ঠান থেকে দেশের মানুষকে টিকা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘‘আমি আপনাদের প্রত্যেককে বলছি, বিজ্ঞানকে বিশ্বাস করুন। আমাদের বিজ্ঞানীদেরও বিশ্বাস করুন। দেশে প্রচুর মানুষ টিকা নিয়েছেন। টিকা নিয়ে যে নেতিবাচক গুজব ছড়াচ্ছে, তাতে কান দেবেন না।’’ দেশের টিকাকরণ নিয়ে অগ্রগতির বিষয়ে মোদী বলেন, ‘‘২১ জুন দেশে ৮৬ লক্ষেরও বেশি মানুষকে বিনামূল্যে টিকা দিয়ে রেকর্ড তৈরি হয়েছে। একবছর আগে প্রশ্ন ছিল, টিকা কবে আসবে। আর আজ আমরা দেশে তৈরি টিকা বিনামূল্যে দিতে পারছি।’’
করোনাকে হারাতে টিকার বিকল্প নেই বলেই মত মোদীর। এদিন তিনি জানান, চিকিৎসা বিজ্ঞানের উপর আস্থা রাখতে হবে। এ প্রসঙ্গেই দেশবাসীকে সাহস জোগাতে তুলে ধরেছেন নিজের মায়ের টিকা নেওয়ার প্রসঙ্গও। তিনি বলেছেন, ‘আমি ও আমার প্রায় একশো বছরের বৃদ্ধা মা টিকা নিয়েছি। অনেকেই বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদেরকে যা ইচ্ছে করতে দিন। আমরা টিকা নেব এবং কোভিড বিধি মেনে চলব, তবেই আমরা একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়তে পারবো।’ এ বছরের ১৮ জুন প্রয়াত হন কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিং। আজ 'মন কি বাত'-এ অলিম্পিক্সের কথা উঠলেই মিলখা সিংয়ের কথা মনে পড়ে যায় বলে জানিয়েছেন তিনি। মোদী বলেন, "যখন অলিম্পিক্সের কথা ওঠে, তখন আমরা কী করে মিলখা সিংহকে স্মরণ না করে থাকি। তিনি যখন হাসপাতালে ছিলেন, তখন তাঁর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। তাঁকে অনুরোধ করেছিলাম, যে সব অ্যাথলিট টোকিও অলিম্পিক্সে অংশ নিতে যাচ্ছেন তাঁদের উৎসাহিত করতে।"