রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৭৮ জন। গত ২ এপ্রিল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৭৩৩। তার পর থেকে ক্রমশ সংক্রমণ বেড়েছে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, উত্তর ২৪ পরগনা এবং কলকাতায় যথাক্রমে ১৫৪ ও ১৩৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া পশ্চিম মেদিনীপুর (১৪৭), দার্জিলিং (১৫০) এবং হাওড়া (১০৩) জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০-র গণ্ডি ছাড়িয়েছে। সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৯৯ হাজার ৭৮৩ বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। এ ছাড়া, এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ২০ হাজার ৫৮৫।
অন্যদিকে, কোভিডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। তার জন্য যে গাইডলাইন দরকার, তা তৈরি করার জন্য ছয় সপ্তাহের সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। কত টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে? কী ভাবে সেই টাকা পৌঁছে যাবে শোকগ্রস্ত পরিবারের কাছে, কার হাতে দেওয়া হবে সেই টাকা সমস্তটার জন্য নির্দেশিকা তৈরি করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের (এনডিএমএ)-কে দেওয়া হল ক্ষতিপূরণে গাইডলাইন তৈরির দায়িত্ব। শীর্ষ আদালত জানিয়েছে, কোভিডে মৃতদের পরিবার ন্যূনতম ক্ষতিপূরণ দিতেই হবে। ঠিক কত টাকা পরিবারগুলির হাতে তুলে দেওয়া হবে, তা এখনও বিবেচনা করা হয়নি। ছয় সপ্তাহের মধ্যে সেরে ফেলতে হবে এই কাজ, নির্দেশ সুপ্রিম কোর্টের।