ঠিক ৩ মাস পর দেড় হাজারের নীচে নামল দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রামিত হয়েছেন ১ হাজার ৪২২ জন। মৃতের সংখ্যাও অনেকটা কমে গিয়েছে। মৃত্যু হয়েছে ২৩ জনের। স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, শুক্রবার সংক্রমিতের সংখ্যা ১,৪২২। গতকাল আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৫০১ জন। এ দিন নমুনা যাচাই করা হয়েছে ৫২ হাজার ১৬৬ জনের। সংক্রমণের হার ২.৭৩ শতাংশ। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ১৩৭। ১৫৮ জন আক্রান্ত উত্তর ২৪ পরগনায়। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্য যথাক্রমে ৭৪, ৬৮ ও ৮৯। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১৯ হাজার ৭২৯ জন।
বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকাকরণের সংখ্যা অনেকটাই কমেছে। ওই সময়ের মধ্যে ১ লক্ষ ১৯ হাজার ৭৮৩ জনকে টিকা দেওয়া হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ২ কোটি ২০ লক্ষ ১০ হাজার ১১৭ জন। স্বাস্থ্য দফতরের হিসেবে দৈনিক কোভিড পরীক্ষা হয়েছে ৫২ হাজার ১৬৬ জনের, যা বৃহস্পতিবারের তুলনায় কম। মোট কোভিড পরীক্ষা হয়েছে ১ কোটি ৪৩ লক্ষ ২৫ হাজার ৯৯ জনের। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৩ জনের। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১৭ হাজার ৭৫৮ জন। জেলাভিত্তিক রিপোর্ট বলছে, উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৮ জনের। কলকাতায় ৫ জনের।