সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে বেহালার বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ তিনি সৌরভের বাড়িতে যান। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সৌরভও পাল্টা ধন্যবাদ দেন মুখ্যমন্ত্রীকে। বিকেল ৫.৪৭ নাগাদ মুখ্যমন্ত্রী বেরিয়ে যান সৌরভের বাড়ি থেকে। উল্লেখ্য, সৌরভ এবং মুখ্যমন্ত্রীর মধ্যে সম্পর্ক বরাবরই ভাল। এর আগে সৌরভ একাধিকবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্ন গিয়েছেন। কিন্তু মমতাকে এ ভাবে আলাদা করে সৌরভকে বাড়ি গিয়ে শুভেচ্ছা জানাতে সম্ভবত এর আগে দেখা যায়নি। সৌরভের জন্য তিনি মিষ্টি এবং পুষ্পস্তবক নিয়ে গিয়েছিলেন। দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়।
অন্যদিকে, সৌরভ এদিন বললেন যে, করোনা আবহে কোনও ভাবে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) বাতিল হলে বিরাট ক্ষতি হয়ে যেতে ক্রিকেটের। সৌরভ বলেন, "করোনা পরিস্থিতিতে কিছুই করার নেই। যার ফলে ক্লোজড ডোর ইভেন্ট হচ্ছে শুধু। তবে ভাল ব্যাপার এটাই যে ক্রিকেট শুরু হয়েছে। ইন্ডিয়া এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছে। এরপর আমাদের আইপিএল এবং টি-২০ বিশ্বকাপ রয়েছে। ক্রিকেট থামছে না। ক্রিকেট চলবে। এখন অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানে দাঁড়িয়ে গতবার বিশ্বকাপ বাতিল হয়েছে। এবার যদি আবার বাতিল হয়ে যেত, তাহলে ক্রিকেটের বিরাট ক্ষতি হয়ে যেত। এই কারণেই ভারত থেকে সরিয়ে টি-২০ বিশ্বকাপ একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হলো।" আইপিএলের পর এবার টি-২০ বিশ্বকাপও মরুদেশে হচ্ছে। ভারতের অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ক্রিকেটের এই শো-পিস ইভেন্ট।