ফেক ভ্যাকসিন কাণ্ডে সিবিআই তদন্তের আর্জি খারিজ

A G Bengali
ভুয়ো ভ্যাকসিন মামলায় সিবিআই তদন্তের দাবি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, 'এটা বিরল অপরাধ। দেবাঞ্জন কীভাবে এমন ঘটনা  ঘটাল, তা আশ্চর্যের'। স্রেফ সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলাই নয়, সবকটি মামলারই নিষ্পত্তি হয়ে গেল। ভুয়ো টিকাকাণ্ডে এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করা হয়েছে? জনস্বার্থ মামলার প্রেক্ষিতে ইতিমধ্যেই হাইকোর্টে হলফনামা দাখিল করেছে রাজ্য সরকার। হলফনামায় উল্লেখ, অভিযুক্ত দেবাঞ্জন দেবের বাড়ি থেকে প্রচুর ভায়েল উদ্ধার করেছেন তদন্তকারী অফিসাররা। ওই ভায়েলের উপরে কোভিশিল্ডের লেভেল লাগানো ছিল। দেবাঞ্জন নিজেই জানিয়েছে, সেরাম ইনস্টিটিউটকে মেল করেছিল সে। পাশাপাশি, যে আইপি অ্যাড্রেস থেকে এই মেল করা হয়েছিল, সেই আইপি অ্যাড্রেসটি জানতে গুগল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে কলকাতা পুলিস। অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হওয়া ল্যাপটপ ও ফোনের আইপি অ্যাড্রেসও জানার চেষ্টা চলছে।

অন্যদিকে, বালিগঞ্জের ম্যান্ডেভিল গার্ডেন্সের একটি দশ কোটি টাকার সম্পত্তি হাতাতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে সনাতন। জানা যায়, সিবিআই লেখা স্টিকার লাগানো গাড়িতে চড়ে ঘোরা এই ব্যক্তি নিজেকে কখনও সিবিআইয়ের কৌঁসুলি, কখনও রাজ্য সরকারের প্রতিনিধি, কখনও আবার কলকাতা হাইকোর্টের স্ট্যান্ডিং কাউন্সেল বলে পরিচয় দিত। যদিও জল্পনা উড়িয়ে সিবিআই জানিয়ে দিয়েছে, সনাতন তাদের আইনজীবী নয়। বিজেপির প্রাথমিক সদস্যপদের চিরকুট সনাতনের কাছে পাওয়া গেলেও দল তার সঙ্গে যোগ এড়িয়ে গিয়েছে। এ কথা বিজেপির তরফে লিখিত ভাবে জানানো হচ্ছে বলে খবর। এর মধ্যে সামনে এসেছে সনাতনের বাংলাদেশ যোগ! সোহেল খান নামে সে দেশের এক নাগরিক বাংলাদেশ পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন বলে খবর।

Find Out More:

Related Articles: