ভক্তদের আর রথের দড়ি টানার সুযোগ রইল না। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই এই বিকল্প রথযাত্রার পরিকল্পনা করেছে কলকাতার ইসকন (Kolkata Iskcon)। এই প্রথম রীতি ভেঙে রথ নয়, চার চাকার গাড়িতে মাসির বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম ও সুভগ্রা। কলকাতা পুলিশের পাইলট কার করবে এসকর্ট। মুখ্যমন্ত্রীর ভোগ নিবেদন এবং আরতির পর শুরু হবে এই অভিনব রথযাত্রা। সোমবার বেলা বারোটার পর অ্যালবার্ট রোড থেকে গুরুসদয় রোড অবধি পনেরোটি গাড়ির কনভয়ে হবে ২০২১ এর কলকাতা ইসকনের স্বর্ণজয়ন্তী রথযাত্রা। কোভিড অতিমারিতে ভার্চুয়ালি রথযাত্রা দেখার পরামর্শ কলকাতা ইসকন কর্তৃপক্ষের। দেখা যাবে কলকাতা ইসকনের ইউটিউব ও ফেসবুক পেজ এবং বিভিন্ন নিউজ চ্যানেলে।
তবে মাসির বাড়িতে বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত দর্শন করার ব্যবস্থা থাকছে। কোভিড বিধি মেনে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। দর্শকসংখ্যা সীমিত রাখা হচ্ছে। ২০ জুলাই ফের মাসির বাড়ি থেকে অ্যালবার্ট রোডের ইসকন মন্দিরে ফিরে আসবেন জগন্নাথদেব। তখনও অবশ্য আসবেন সেই কনভয়ে চেপেই। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে এ বার তাঁদের পরিকল্পনা ছিল তিন কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রা করার। বিশ্বব্যাপী বিভিন্ন দেশের দেড় শতাধিক ভক্ত ও দেশের ১২০০ ইসকন কেন্দ্রের ভক্তদের আমন্ত্রণ করার পরিকল্পনাও ছিল। আমেরিকা থেকে হনুমানজি বেলুন ও আরও অনেক আকর্ষণীয় বস্তু আনার প্রস্তুতিও নিচ্ছিলেন ভক্তরা। কিন্তু এ বার সব পরিকল্পনাই বাতিল করতে হয়েছে। কোভিডের দ্বিতীয় তরঙ্গের ধ্বংসাত্মক চেহারা দেখেই সে সব বাতিল করা হয়েছে।