লকডাউন ও কড়া বিধিনিষেধের ফলে দেশজুড়ে সংক্রমণ কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ হাজার ৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ১০ লক্ষ ৬৪ হাজার ৯০৮। একদিনে এই কোভিড ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৫৬০ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ১৩ হাজার ৯১ জন। মহারাষ্ট্র এবং কেরলে দৈনিক মৃত্যু হচ্ছে ১৫০-র আশপাশে। বাকি সব রাজ্যেই তা ৫০-এর নীচে নেমেছে। দৈনিক সংক্রমণও এই রাজ্যেই সবচেয়ে বেশি। কেরলে তা সাড়ে ১৩ হাজারের, মহারাষ্ট্রে সাড়ে ৭ হাজারের বেশি। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যগুলিতেও সংক্রমণ পরিস্থিতি উল্লেখযোগ্য। তবে গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৬ হাজারের বেশি। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ২৪ হাজার ২৫ জন।
দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে হল ৪ লক্ষ ২৪ হাজার ২৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৪৩ হাজার ৯১৬ জন। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২ লক্ষ ২৭ হাজার ৭৯২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৭.৩১ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ৩৯ কোটি ৯৬ লক্ষেরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে ১৯ লক্ষ ৯৮ হাজার ৭১৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এদিকে, একমাসের মধ্যে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যা বর্তমানে কেন্দ্রের মাথাব্যথার কারণ।