কলকাতায় করোনায় মৃত্যু শূন্য

A G Bengali
শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ৮৯৯ জন। এর ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৫ লক্ষ ১৭ হাজার ৩৮০-তে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে মোট ৮ জনের। এর মধ্যে দু’জন নদিয়ার বাসিন্দা, দু’জন পশ্চিম বর্ধমানের, তিন জন হুগলির ও এক জন উত্তর ২৪ পরগনার। রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৮৮-তে। রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা সামান্য কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৩৩-এ। সংক্রমণের হার নেমে এসেছে ১.৫৫ শতাংশে। পাশাপাশি ২১ মার্চের পর কলকাতায় করোনায় মৃতের সংখ্যা নামল শূন্যের কোটায়।

অন্যদিকে, করোনা মোকাবিলায় ৩০ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে বিধিনিষেধ। কিন্তু এবার আরও কড়া হতে চলেছে নবান্ন। নাইট কার্ফু না মানলে কড়া ব্যবস্থার নির্দেশের কথা বলা হয়েছে নবান্ন'র তরফে। এখন রাজ্য সরকারের জারি করা বিধিনিষেধ অনুযায়ী, রাত ৯টার পরে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। সকাল ৫টা পর্যন্ত জারি থাকবে এই নিয়ম। আর এই নৈশ কার্ফু (Night Curfew) নিয়ে কোনও ধরনের শিথিলতা বরদাস্ত করতে চাইছে না রাজ্য সরকার। এবার আরও কঠোরভাবে কার্ফু কার্যকর করার জন্য প্রতিটি জেলার প্রশাসনকে নির্দেশ দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এ বার কেউ সেটা না মানলে জেলা প্রশাসনকে কড়া পদক্ষেপ করতে হবে। মোটা অঙ্কের জরিমানাও চালু করা হতে পারে।

Find Out More:

Related Articles: