অধীর চৌধুরীকে লোকসভার দলনেতার পদে রেখে দেওয়া হলেও, এ বার সনিয়া গান্ধী লোকসভায় কংগ্রেসের রণকৌশল তৈরির গোষ্ঠীতে মনীশ তিওয়ারি ও শশী তারুরকে নিয়ে এলেন। পাশাপাশি শেষে পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির পদে নভজ্যোত সিং সিধুকে (Navjot Singh Sidhu) মনোনীত করলেন সোনিয়া গান্ধী। একই সঙ্গে সঙ্গত সিং গিলজিয়ান, সুখবিন্দর সিং ড্যানি, পবল গোয়েল এবং কুলসিং সিং নোগরাকে প্রদেশ কংগ্রেসের কার্যকরি সভাপতি হিসেবেও মনোনীত করল কংগ্রেস হাই কমান্ড। এই নিয়ে রবিবার একটি বার্তা দিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল (KC Venugopal)।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির পরেই দলের নেতাদের একাংশ অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতি বা লোকসভার দলনেতার পদ থেকে সরাতে সক্রিয় হন। অধীরকে লোকসভার দলনেতার পদ থেকে সরানো হলে মনীশ ও শশী সেই পদের অন্যতম দাবিদার হয়ে উঠবেন। কিন্তু গত সপ্তাহেই কংগ্রেস শীর্ষ নেতৃত্বের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, সোমবার থেকে শুরু হওয়া বাদল অধিবেশনে অধীরই দলনেতা থাকবেন। কংগ্রেস সূত্রের ব্যাখ্যা, অধীরকে রেখে দিয়ে মনীশ, শশীকে লোকসভায় দলের নীতি নির্ধারক গোষ্ঠীতে নিয়ে এসে সনিয়া আসলে বিক্ষুব্ধদের ইতিবাচক বার্তা দিলেন। দলের মধ্যে ফাটল মেরামতেরও চেষ্টা হল। কংগ্রেস সূত্রের ব্যাখ্যা, অধীরকে রেখে দিয়ে মনীশ, শশীকে লোকসভায় দলের নীতি নির্ধারক গোষ্ঠীতে নিয়ে এসে সনিয়া আসলে বিক্ষুব্ধদের ইতিবাচক বার্তা দিলেন। দলের মধ্যে ফাটল মেরামতেরও চেষ্টা হল।